চাকসু ভিপি রনির স্বপ্ন: সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাস

চাকসু ভিপি রনির স্বপ্ন: সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৪২, ১৬ অক্টোবর ২০২৫

চাকসু ভিপি পদে নির্বাচিত হওয়া ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. ইব্রাহিম হোসেন রনি নির্বাচনের পর প্রথমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, তাদের লক্ষ্য একটি সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাস গড়ে তোলা।

রনি বলেন, “আমরা চাই চাকসু পরিচালনায় সবাইকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের চাকসু সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।”

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৬টায় ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রনি বলেন, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ২৬ পদের মধ্যে ভিপি, জিএসসহ ২৪টি পদে জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

তিনি আরও বলেন, “আমাদের শিক্ষার্থী ভাই-বোনরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তা আমাদের জন্য একটি বড় দায়িত্ব ও আমানত। আমরা চাই, এই আমানতকে পূর্ণভাবে রক্ষা করতে পারি। নির্বাচনী ইশতেহারে আমরা ১২ মাসে ৩৩টি সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ থেকে আমাদের দায়িত্ব হবে সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা।”

রনি আরও জানান, তিনি বিশেষভাবে আবাসন, খাবারের মান ও যাতায়াতের উন্নয়নের ওপর মনোনিবেশ করবেন। এ বিষয়ে নবনির্বাচিত জিএস সাঈদ বিন হাবিবও সাংবাদিকদের জানিয়েছেন, “আমাদের প্রথম কাজ হবে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি সুন্দর, উন্নত ক্যাম্পাস উপহার দিতে চাই।”

চাকসুর নবনির্বাচিত নেতা-নেত্রীদের এই প্রতিশ্রুতি শিক্ষার্থীদের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে, এবং আশা করা যাচ্ছে, তারা তাদের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement