হকি দলের ইউরোপ সফর বাতিল ভিসা জটিলতায়

হকি দলের ইউরোপ সফর বাতিল ভিসা জটিলতায় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৫৬, ২৪ অক্টোবর ২০২৫

২৮ নভেম্বর ভারতে শুরু হতে যাচ্ছে অ-২১ হকি বিশ্বকাপ, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার জন্য দলের প্রস্তুতি ত্বরান্বিত করতে হকি ফেডারেশন ২৮ অক্টোবর বাংলাদেশি অ-২১ দলকে সুইজারল্যান্ড পাঠানোর পরিকল্পনা করেছিল। তবে ভিসা জটিলতার কারণে এই ইউরোপ সফর সম্ভব হয়নি।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসান (অব) জানান, “খেলোয়াড় এবং কোচিং স্টাফ মিলিয়ে আমাদের কন্টিনজেন্টের সংখ্যা ছিল ২৫ জন। এত সংখ্যক জনের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ার সময় (সাক্ষাতকার স্লট) সুইজারল্যান্ড দূতাবাস আমাদের প্রয়োজনীয় সময় দিতে পারেনি। আজ বিকেলে সুইজারল্যান্ড হকি ফেডারেশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি, নভেম্বরের মাঝামাঝি সময় আমরা যদি যেতে চাই, ঢাকাস্থ সুইস দূতাবাস আমাদের অক্টোবরের শেষের দিকে সাক্ষাতের সময় দিতে পারবে। যা আমাদের পক্ষে সম্ভব নয়।”

বিশ্বকাপের প্রস্তুতির জন্য সুইজারল্যান্ড সফর গুরুত্বপূর্ণ ছিল। সেখানে বাংলাদেশের পরিকল্পনা ছিল সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বিপক্ষে মোট চারটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার। যদিও বাংলাদেশ থেকে ইউরোপের দেশগুলোতে ভিসার আবেদন প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ হয়ে থাকে, তবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বা মন্ত্রণালয়ের অনুরোধে কখনও দ্রুত ভিসা পাওয়া যায়। সাধারণ সম্পাদক জানান, “আমরা সবদিক থেকে চেষ্টা করেছি। আমাদের ফেডারেশনের প্রতিনিধি সুইজারল্যান্ড দূতাবাসে সশরীরে আলোচনা করেছেন। সুইজারল্যান্ড হকি ফেডারেশন, বাংলাদেশের পররাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করেছে। কিন্তু যেহেতু আমাদের সফর মূলত প্রস্তুতিমূলক এবং কোনো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট নয়, তাই হয়তো ভিসা আবেদন প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হয়নি।”

ভিসা সমস্যার কারণে ইউরোপ সফর বাতিল হওয়ায় দলের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে। ফলে হকি ফেডারেশন এখন পরিকল্পনা করেছে দলকে ভারতে বিশ্বকাপের দশ দিন আগে পাঠানোর। সাধারণ সম্পাদক বলেন, “১৮ নভেম্বর ঢাকা ছাড়বে টিম। ভারতে গিয়ে সুইজারল্যান্ড ও অন্যান্য দলের সঙ্গে খেলার ব্যাপারে আলাপ হয়েছে।”

এছাড়া, অ-২১ দলের বিশ্বকাপ প্রস্তুতির মধ্যেই ঢাকায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ হকির বাছাইয়ের প্লে-অফ সিরিজ। ১৩, ১৪ ও ১৬ নভেম্বর বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে খেলবে। উল্লেখ্য, সিনিয়র জাতীয় দলে এই অ-২১ দলের আটজন খেলোয়াড় রয়েছেন।

এই ধরণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা অ-২১ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা ভারতের বিশ্বকাপে প্রথম অংশগ্রহণে আত্মবিশ্বাসী ও শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement