ম্যাচের শুরুতেই রক্তাক্ত রোমান, হাসপাতালে ভর্তি

ম্যাচের শুরুতেই রক্তাক্ত রোমান, হাসপাতালে ভর্তি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০৪, ১৩ নভেম্বর ২০২৫

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ হকি দল। তবে ম্যাচের শুরুতেই ঘটে যায় দুঃখজনক এক ঘটনা—রক্তাক্ত হয়ে মাঠ ছাড়তে হয় জাতীয় দলের ডিফেন্ডার রোমান সরকারকে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তিন ম্যাচের প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচে এই দুর্ঘটনা ঘটে। খেলার মাত্র চতুর্থ মিনিটে পাকিস্তানের এক খেলোয়াড়ের জোরালো স্টিক শট লাগে রোমান সরকারের মাথায়। সঙ্গে সঙ্গে তিনি মাঠে লুটিয়ে পড়েন এবং রক্তক্ষরণ শুরু হয়।

অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল টিম দ্রুত তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যায়। প্রথমে সাইডলাইনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও পরে তার মাথায় ব্যান্ডেজ করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, রোমানের অবস্থা বর্তমানে স্থিতিশীল। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন তাকে।

উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের এই প্লে-অফ সিরিজের পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ও ১৬ নভেম্বর একই মাঠে। সিরিজ জয়ী দল সুযোগ পাবে বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেওয়ার। গত এশিয়া কাপে ষষ্ঠ স্থান অর্জনের কারণে বাংলাদেশকে এই প্লে-অফের লড়াইয়ে নামতে হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement