অনুশোচনাহীন সাকিবের দলে ফেরার সম্ভাবনা নেই: আসিফ আকবর

অনুশোচনাহীন সাকিবের দলে ফেরার সম্ভাবনা নেই: আসিফ আকবর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫২, ১৫ নভেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও তার ব্যক্তিগত অবস্থানের কারণে জাতীয় দলের জার্সিতে ফেরার বিষয়টি এখন অনিশ্চিত হয়ে উঠেছে। এই মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর।

সম্প্রতি এক ক্রিকেটভিত্তিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে আসিফ আকবর স্পষ্ট জানিয়েছেন যে, যদি সাকিব তার আচরণ নিয়ে অনুশোচনা না দেখান, তাহলে তাকে জাতীয় দলে ফেরানোর সম্ভাবনা নেই। তিনি বলেন, “সাকিব যদি অনুশোচনাহীন থাকেন, তবে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার সম্ভাবনা আমি দেখি না। বর্তমান মনোভাব বজায় থাকলে আমি নিজেও চাইব না যে তিনি খেলুন।”

২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশে বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে সাকিব আল হাসান দেশে ফেরেননি। সংসদ সদস্য নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেননি। ভারত সফরের পর থেকে তিনি আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি।

আসিফ আরও কঠোর ভাষায় বলেছেন, “আপনি যদি ২০০০ জন মানুষ হত্যা এবং শহীদদের উপর দিয়ে এসে ক্রিকেট খেলেন, সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। অনুশোচনা ও ক্ষমা থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। সাকিবকে আগের সেই সাকিবের মতো হতে হবে।”

যদিও রাজনৈতিক কারণে সাকিবকে সমালোচনা করেছেন আসিফ, তবুও তিনি স্পষ্ট করেছেন যে, ক্রিকেটার হিসেবে সাকিবের প্রতি তার শ্রদ্ধা অটুট। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিবের মতো প্রতিভা বহুদিনে পাওয়া যাবে না।

আসিফ আকবরের কথায়, “সাকিব আল হাসান একটি ব্র্যান্ড। বাংলাদেশের ক্রিকেটে এমন একজনকে ১০০ বছরেও পাওয়া যাবে না। রাজনীতির সাকিব আর ক্রিকেটার সাকিব সম্পূর্ণ আলাদা।”

বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলে সাকিবের সম্ভাব্য ফেরা যে প্রশ্নবিদ্ধ, তা এই সাক্ষাৎকারের মাধ্যমে আবারও পরিষ্কার হয়ে গেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement