মৌসুমী ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা কী, লক্ষণ ও প্রতিকার কী?
বাংলাদেশসহ বিশ্বজুড়ে প্রতি বছর শীত মৌসুম এলেই নতুন করে আলোচনায় আসে একটি পরিচিত রোগ—মৌসুমি ফ্লু, যা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক শ্বাসযন্ত্রজনিত রোগ। তবে গত কয়েক বছর ধারে দেখা যাচ্ছে, এটি কেবল শীতকালের সীমায় আবদ্ধ নেই; বরং গ্রীষ্মকাল বা বর্ষাকালেও এর প্রকোপ বাড়ছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।এই রোগের লক্ষণগুলো অনেক সময় সাধারণ সর্দি-কাশির মতো মনে হলেও প্রকৃতপক্ষে এটি অনেক বেশি জটিল ও মারাত্মক হতে পারে, বিশেষত শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে। ইনফ্লুয়েঞ্জা বা মৌসুমি ফ্লু হলো ইনফ্লুয়েঞ্জা A ও B নামক দুটি ভাইরাসের কারণে সৃষ্ট ভাইরাল রেসপিরেটরি ইনফেকশন (Viral Respiratory Infection)। এই ভাইরাস মূলত নাক, গলা এবং ফুসফুসকে আক্রান্ত করে।