ঢাকা থেকে সিলিকন ভ্যালি: বিগ টেকে প্রবেশ — বৈশ্বিক অভিজ্ঞতাকে ঘরে ফিরিয়ে আনা এক কমিউনিটি-নির্ভর টেক টক
Published : ১৬:২৫, ৪ জানুয়ারি ২০২৬
সম্প্রতি ঢাকায় একত্রিত হন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত একদল বাংলাদেশি পেশাজীবী, যেখানে তারা আয়োজন করেন “ঢাকা থেকে সিলিকন ভ্যালি: বিগ টেকে প্রবেশ” শীর্ষক একটি বিনামূল্যের, কমিউনিটি-নির্ভর টেক টক ও নেটওয়ার্কিং সেশন।
এই আয়োজনের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের সঙ্গে বৈশ্বিকভাবে স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ পেশাজীবীদের সরাসরি সংযোগ স্থাপন সম্ভব হয়েছে।
এই আয়োজনে প্রায় ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ের পেশাজীবী এবং প্রবাসী বাংলাদেশিরা (NRBs), যারা ঢাকায় বড় হয়েছেন এবং বক্তাদের সঙ্গে একই ধরনের শেকড় ভাগ করে নেন। পুরো সেশনজুড়ে অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি, চিন্তাশীল প্রশ্ন এবং অর্থবহ আলোচনা লক্ষ্য করা যায়, যা নির্ধারিত সময়ের বাইরেও চলতে থাকে।
এই সেশনে অংশ নেন বিশ্বের বিভিন্ন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি প্রকৌশলী ও প্রোডাক্ট লিডাররা, যাদের মধ্যে ছিলেন:
Zunayed Siddiqui — সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, DoorDash; সাবেক Meta (Facebook)
Nadir Afridi — এমবেডেড ইঞ্জিনিয়ার, Apple; সাবেক Tesla ইন্টার্ন
Taus Noor — ইঞ্জিনিয়ারিং লিডার, DoorDash; সাবেক Amazon ও NVIDIA ইঞ্জিনিয়ার; Forbes 30 Under 30
Nehreen Siddiqui — কাস্টমার সাকসেস ম্যানেজার; সাবেক Stripe, TikTok ও Julius AI
Sharfuz Sifat — প্রোডাক্ট ম্যানেজার, ChargePoint
এই উদ্যোগটির পরিকল্পনা ও নেতৃত্ব দেন Zunayed Siddiqui, যিনি বর্তমানে DoorDash-এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত এবং এর আগে Meta (Facebook)-এ কাজ করেছেন।
মানুষকে সংযুক্ত করা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে কমিউনিটি গড়ে তোলার ক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরেই সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে Bay Area Bangladeshi Youth (BABY) নামের একটি কমিউনিটি উদ্যোগ প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় বসবাসরত তরুণ বাংলাদেশি পেশাজীবী ও শিক্ষার্থীদের একত্রিত করা হয়।

এই আয়োজনে তাকে সহ-আয়োজক হিসেবে সহযোগিতা করেন Ahmed Mohtasim Zaber, AVP & ARM, Global Network Banking, HSBC Bangladesh। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের আরও কমিউনিটি-নির্ভর আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এই অনুষ্ঠানের বিশেষত্ব ছিল প্রথম-হাতের, বাস্তব ও সম্পর্কযুক্ত অভিজ্ঞতার ওপর গুরুত্ব — যেখানে বক্তারা নিজেরাই একসময় ঢাকায় বেড়ে ওঠা শিক্ষার্থী ছিলেন এবং পরে নিজেদের পথ তৈরি করে পৌঁছেছেন বৈশ্বিকভাবে স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠানে।
অংশগ্রহণকারীদের জন্য বক্তাদের সঙ্গে সরাসরি কথা বলা, প্রশ্ন করার সুযোগ এবং নেটওয়ার্কিং করার অভিজ্ঞতা ছিল অনুপ্রেরণাদায়ক ও আত্মবিশ্বাস জাগানিয়া।
এই আয়োজনের মাধ্যমে ঢাকার ক্রমবর্ধমান প্রযুক্তি ইকোসিস্টেমে কর্মরত অভিজ্ঞ পেশাজীবী এবং তরুণ প্রতিভাবানদের মধ্যে অর্থবহ সংযোগ তৈরি হয়, যা ভবিষ্যতে মেন্টরশিপ, সহযোগিতা ও নতুন সুযোগের পথ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
এই সেশনে একাধিক কমিউনিটি পার্টনার সহযোগিতা প্রদান করে। National Heart Foundation of Bangladesh-এর যুব শাখা NHF Youth ইভেন্টটির হেলথ পার্টনার হিসেবে যুক্ত ছিল, যার নেতৃত্ব দেন ডা. Iftekhar Ali Khandakar (MBBS), কো-অর্ডিনেটিং মেডিকেল অফিসার, National Heart Foundation of Bangladesh।

Adroit Education ইভেন্টটির এডুকেশন পার্টনার হিসেবে যুক্ত হয়, যার প্রতিনিধি ছিলেন Shahreer Zahan—একটি প্রতিষ্ঠান যা যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার লক্ষ্যে মেধাবী উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মেন্টরশিপ প্রদান করে। The Business Daily এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত থেকে উদ্যোগটির বার্তা ও প্রভাব আরও বিস্তৃত করতে সহায়তা করে।
ইভেন্টটির পরিচালন ও প্রচারণা সংক্রান্ত সহায়তা প্রদান করেন Tausif Ahmed Siddiqui, AMG Finance, Accounts and Media Communications, Creation World, যিনি সমন্বয় ও ইভেন্ট উপকরণ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ঢাকার ধানমন্ডির একটি ক্যাফেতে অনুষ্ঠিত এই আয়োজনে খোলামেলা আলোচনা, সরাসরি প্রশ্নোত্তর পর্ব এবং দীর্ঘ নেটওয়ার্কিং সেশন অন্তর্ভুক্ত ছিল। আয়োজক ও অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন যে “ঢাকা থেকে সিলিকন ভ্যালি” ভবিষ্যতে আরও এমন কমিউনিটি-নির্ভর উদ্যোগের সূচনা করবে, যা বাংলাদেশের উদীয়মান তরুণদের সঙ্গে বৈশ্বিক অভিজ্ঞতা ও সুযোগের সেতুবন্ধন গড়ে তুলবে।
বিডি/এএন



































