ভিপি পদে মাত্র ১ ভোট পেলেন যে তিন প্রার্থী

Published : ১২:২৩, ১০ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রকাশিত ফলে দেখা যায়, ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি একাই পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯ ভোট এবং শামীম হোসেন ৩ হাজার ৮৮৩ ভোট পান।
এ ছাড়া ভিপি পদে নগন্য ভোট পেয়েছেন আরও তিনজন প্রার্থী। তারা হলেন- মো. সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক। প্রত্যেকে পেয়েছেন মাত্র একটি করে ভোট।
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ডাকসু ও হল সংসদের।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।
BD/AN