মাদক কারবারিদের দখলযুদ্ধে ফের রক্তাক্ত জেনিভা ক্যাম্প, নিহত ১

Published : ২২:২৫, ১১ আগস্ট ২০২৫
ঢাকার মোহাম্মদপুরের জেনিভা ক্যাম্পে মাদক কারবারিদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ফের সংঘাত ছড়িয়েছে। সোমবার দুপুরে ৭ নম্বর সেক্টরে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে শাহ আলম (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। পুলিশ ফয়সাল ও সেলিম নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। দীর্ঘদিনের বিরোধ ও জামিনে মুক্ত হওয়া মাদক কারবারিদের পুনরায় সক্রিয় হওয়ায় ক্যাম্পে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার দুপুরের পর ৭ নম্বর সেক্টরে লাঠি ও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। এসময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন শাহ আলম (২০)। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ফয়সাল নামে একজনকে চাপাতিসহ গ্রেপ্তার করে পুলিশ, পরে সেলিম নামে আরও একজনকে আটক করা হয়।
সহকারী পুলিশ কমিশনার (মোহাম্মদপুর জোন) মেহেদী হাসান জানান, মাদক কারবারি পিচ্চি রাজা ও বুনিয়া সোহেল গ্রুপের দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সংঘাতের সূত্রপাত। তারা গ্রেপ্তার হলেও সম্প্রতি জামিনে বের হয়ে আধিপত্য বিস্তার নিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়েছে।
ক্যাম্পের বাসিন্দাদের বরাতে জানা যায়, রোববার রাতেই ককটেল বিস্ফোরণে এক নারী আহত হন। সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত থাকলে পরিস্থিতি শান্ত থাকলেও পরে ফের অস্থিরতা দেখা দেয়।
পুলিশ জানায়, ক্যাম্পের প্রধান তিনটি গ্রুপ—বুনিয়া সোহেল, সৈয়দপুইরা বাবু ও চুয়া সেলিম—বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। সাম্প্রতিক সময়ে পিচ্চি রাজা চুয়া সেলিমের সঙ্গে হাত মিলিয়ে বুনিয়া সোহেলের পুরনো এলাকায় মাদক বিক্রি শুরু করায় উত্তেজনা বেড়েছে।
২০১৮ সালে মাদক কারবারি পাঁচ্চিশ র্যাবের অভিযানে নিহত ও ইশতিয়াকের মৃত্যুর পর থেকে ক্যাম্পের শতকোটি টাকার মাদক ব্যবসার দখল নিয়ে ক্ষমতার লড়াই তীব্র হয়েছে। গত বছর ব্যাপক সাঁড়াশি অভিযানে বহু কারবারি গ্রেপ্তার হলেও, জামিনে মুক্ত হয়ে তারা আবারও সংঘর্ষে জড়াচ্ছে।
তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এলাকা আপাতত শান্ত রয়েছে। তবে স্থানীয়রা আশঙ্কা করছেন, মাদক ব্যবসার দখল নিয়ে সহিংসতা আরও বাড়তে পারে।