মুরগীর ডাক দিয়ে ঘরের দরজা খুলে কুপিয়ে হত্যা ‎

মুরগীর ডাক দিয়ে ঘরের দরজা খুলে কুপিয়ে হত্যা ‎

কক্সবাজার প্রতিনিধি:

Published : ০১:৩৫, ১১ আগস্ট ২০২৫

কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে জসিম উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই সময় নিহতের স্ত্রী সেলিনা আক্তার লুকিয়ে পড়ায় প্রাণে রক্ষা পান তিনি।

‎‎শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের জারুলবনিয়া এলাকার সাপের ঘারা এলাকার সেগুনবাগিছায় এই ঘটনা ঘটে। 


নিহত জসিম উদ্দীন ওই এলাকার নুর আহমেদের ছেলে। পুলিশ‎ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে। ‎‎আটক দু’জন হলেন একই এলাকার আব্দুল বারীর ছেলে মনছুর আলম (৪৫) ও মৃত মো. শরীফের ছেলে জকিরুল ইসলাম (৫৫)।

‎‎স্থানীয়দের দাবি, নিহত জসিম উদ্দিনের ছেলে মালয়েশিয়া প্রবাসী ইফতেখার উদ্দিনের সাথে প্রতিবেশী সৌদি প্রবাসী মনির উদ্দিনের মেয়ে উর্মি আক্তারের সাথে প্রেমের সম্পর্কের গড়ে ওঠে। মালয়েশিয়া থেকে মোবাইলে ইফতেখার ও উর্মির যোগাযোগ চলতে থাকে। এ নিয়ে দু’পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তারই জের ধরে সৌদি প্রবাসী মনিরের ভাই মনছুর আলম দীর্ঘদিন ধরে জসিম উদ্দিনের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।‎

তারই জেরে শনিবার (৯ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা জসিম উদ্দিনের মুরগির ঘরে ধাক্কা দিয়ে কৌশলে জসিম উদ্দিনকে ঘর থেকে বের করে। মুরগির শব্দ পেয়ে জসিম উদ্দিন ও তার স্ত্রী সেলিনা আক্তার বাড়ি থেকে বের হলে মনছুর আলমসহ অজ্ঞাত সাত থেকে আটজন লোক তাদের ওপর হামলা  করে। এ সময় তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে জসিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে।

‎নিহতের স্ত্রী সেলিনা আক্তার বলেন, রাতে মুরগির শব্দ পেয়ে আমি ও আমার স্বামী বাড়ি থেকে বের হলে মনির উদ্দিনসহ সাত থেকে আটজন লোক আমাদের ওপর হামলা করে। আমার স্বামীকে তারা দা দিয়ে কুপিয়ে পেটে মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে তারা আমাকেও খুঁজতে থাকে, আমি বাড়ির ভিতরে লুকিয়ে প্রাণে রক্ষা পাই।

‎‎স্থানীয় ইউপি সদস্য আহমদ শফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জসিম উদ্দিনের ছেলের সাথে তাদের প্রতিবেশী মনছুর আলমের ভাই প্রবাসী মনিরের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েকদিন আগে উর্মী আক্তারকে জসিম উদ্দিনের মালয়েশিয়া প্রবাসী ছেলে ইফতেখার ফোন করে  তার খালার বাড়ি হারবাং এলাকায় পাঠিয়ে দেয় বলে মেয়েপক্ষ অভিযোগ তোলেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সালিশ বিচার হলেও কোন মিমাংসা হয়নি। 

তিনি বলেন, রাতে শুনলাম জসিমকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং পুলিশ মনছুর আলম ও জকিরুল আলমকে গ্রেপ্তার করেছে। 

স্থানীয়দের ধারণা, ছেলের প্রেমের সম্পর্কের বলী হয়েছেন পিতা জসিম উদ্দিন। ‎

‎পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, শিলখালী ইউনিয়নের পাহাড়ি অঞ্চল জারুলবনিয়া এলাকায় জসিম উদ্দিন নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। 

শেয়ার করুনঃ
Advertisement