চাঁপাইনবাবগঞ্জে মাদরাসায় দুই ছাত্রীর মৃত্যু: ঘটেছিল কী

Published : ১২:০৪, ১৬ আগস্ট ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি আবাসিক মাদরাসায় দুই শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) ভোর রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থীরা হলেন রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) এবং বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)। তারা দুজনেই ডুবার মোড় শেফালী বেগম মহিলা নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
মাদরাসা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে ঘুমিয়ে পড়ার পর হঠাৎ ভোর রাতে তানিয়া ও জামিলা অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে। পরে মাদরাসা কর্তৃপক্ষ দ্রুত তাদেরকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক জামিলাকে মৃত ঘোষণা করেন এবং কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তানিয়ারও মৃত্যু হয়।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল আলিম বলেন, “ভোররাত সাড়ে ৩টার দিকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। জামিলাকে মৃত অবস্থায় আনা হয়েছিল, আর তানিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তানিয়ার পায়ে দাগ এবং জামিলার শরীরে হলুদ দাগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপ বা অন্য কোনো বিষাক্ত প্রাণীর কামড়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”
মাদরাসার পরিচালক আশরাফ আলী জানান, রাতে মোট ১৩ জন ছাত্রী একসঙ্গে ঘুমিয়েছিল। তাদের মধ্যে শুধু এই দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। কীভাবে এ ঘটনা ঘটল তা স্পষ্ট নয়।
এদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম জানিয়েছেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্ত প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা এ মৃত্যুকে রহস্যজনক আখ্যা দিয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
BD/AN