পরপারে ভালো থেকো জুবিন

 পরপারে ভালো থেকো জুবিন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫২, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ আর নেই। একাধারে তিনি ছিলেন গায়ক, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক, প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হঠাৎ এই প্রয়াণে স্তব্ধ হয়ে গেছে শোবিজ অঙ্গন।

ভারতীয় বাংলা সিনেমার একাধিক শ্রোতাপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গানে ঠোঁট মিলিয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। প্রিয় গায়ক ও বন্ধুকে হারিয়ে স্মৃতিচারণ করেছেন তিনি 

“জুবিন গার্গ নেই! খবরটা শুনে এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সামনে পূজা, উৎসবের আগে এমন দুঃসংবাদ আসবে, কখনো ভাবিনি। সকাল থেকে মনটা ভীষণ খারাপ। জুবিনের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। খুবই হাসিখুশি, খোলামেলা স্বভাবের মানুষ ছিলেন। যখনই তার সঙ্গে দেখা হতো, সময় কেটে যেত বুঝতেই পারতাম না।”

‘প্রেম আমার’ সিনেমা আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি কাজ। সেই ছবির জনপ্রিয় গান ‘বোঝে না সে বোঝে না’ আজও মানুষের মুখে মুখে ফেরে। আর সেই গান গেয়েছিলেন জুবিন গার্গ। তার গাওয়া ‘ইয়া আলি’ গানটিও আমার ভীষণ প্রিয়। যখনই গানটি শুনতাম, মনে মনে চাইতাম কবে জুবিনের গাওয়া গানে লিপ দেব! ভাগ্যক্রমে সেই সুযোগ এসেছিল, আর ঈশ্বর আমার ইচ্ছা পূরণ করেছিলেন।

যখন শুনলাম ‘প্রেম আমার’ সিনেমার গানে আমাকে ঠোঁট মেলাতে হবে আর গানটি গেয়েছেন জুবিন—অভূতপূর্ব আনন্দ হয়েছিল। সেই থেকেই আমাদের আলাপ, পরে বন্ধুত্ব। এরপর আরও কয়েকটি সিনেমায় জুবিন গান গাইলেন, সম্পর্কটা আরও গভীর হলো।

আমরা একসঙ্গে অসংখ্য স্টেজ শো করেছি। দর্শক প্রায়ই চাইতেন ‘বোঝে না সে বোঝে না’ শুনতে। তখন জুবিন মাইক্রোফোনটা এগিয়ে দিতেন আমার দিকে। কিন্তু তার সামনে গান গাওয়ার সাহস জোগানো সত্যিই কঠিন ছিল, বুক কাঁপত।

আসামে যখনই যেতাম, জুবিন বাসায় থাকলে অবশ্যই দেখা করতেন। শো করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে এক ফোনেই সব সমাধান করে দিতেন। তবে মাঝের কয়েক বছর যোগাযোগটা কিছুটা কমে গিয়েছিল। তবুও তার কাজের খোঁজখবর আমি নিতাম।

সবচেয়ে বড় আক্ষেপ হলো আমার আসন্ন একটি বাংলা সিনেমায় জুবিন গান গেয়েছেন। ছবিটি মুক্তির অপেক্ষায়। ভেবেছিলাম হয়তো তখন তার সঙ্গে আবার দেখা হবে। কিন্তু সেটি আর হলো না। তার বিদেহি আত্মার শান্তি কামনা করি। পরপারে ভালো থেকো, প্রিয় বন্ধু জুবিন।”f

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement