আমার অর্ধেক বয়সের ছেলেরা পর্যন্ত ডেটে যাওয়ার জন্য আগ্রহ দেখায়।

Published : ১৯:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৫
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের চলচ্চিত্রে অভিষেক হয় ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে। হৃতিক রোশনের বাবা রাকেশ রোশান পরিচালিত এ সিনেমাটি মুক্তি পায় ২০০০ সালের ১৪ জানুয়ারি। মুক্তির পরপরই দেশ থেকে বিদেশ সবখানেই ঝড় তোলে হৃতিক-আমিশার জুটি।
তবে যেভাবে তার অভিনয় ক্যারিয়ার দারুণভাবে শুরু হয়েছিল, সময়ের সঙ্গে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি আমিশা। ব্যক্তিগত জীবনও বেশ অগোছালো। এখনো পঞ্চাশ পেরিয়েছেন, কিন্তু অবিবাহিত। তবুও অভিনেত্রীর দাবি—এখনো তার কাছে প্রেমের প্রস্তাব আসে।
কয়েক দিন আগে এক পডকাস্টে অংশ নিয়ে তিনি খোলাখুলি আলোচনা করেন প্রেম আর বিয়ে নিয়ে। সেখানে আমিশা বলেন, “যারা আপনাকে ভালোবাসবে, তারা কখনোই আপনার ক্যারিয়ারকে থামিয়ে দেবে না। আমি ক্যারিয়ারের জন্য অনেক কিছু হারিয়েছি, আবার প্রেমের জন্যও অনেক কিছু বিসর্জন দিয়েছি। মনে করি, উভয় ক্ষেত্রেই অভিজ্ঞতা অর্জন করেছি।”
নিজের পুরোনো অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আমিশা জানান, “আমার জীবনে একসময় খুব সিরিয়াস প্রেম ছিল, ঠিক সিনেমায় আসার আগ মুহূর্তে। ছেলেটি দক্ষিণ মুম্বাইয়ের একটি নামকরা শিল্প পরিবারের সন্তান। শিক্ষা, পারিবারিক পরিবেশ—সবকিছুই মিল ছিল। কিন্তু আমি যখন সিনেমায় কাজ শুরু করার সিদ্ধান্ত নিই, তখন সে মানতে পারেনি। সে চাইত না, তার ভালোবাসার মানুষকে সবাই জনসম্মুখে দেখুক। তখন আমি সিনেমার ক্যারিয়ারের জন্য সেই সম্পর্ক ছেড়ে দিই।”
এখনো বিয়ের ব্যাপারে প্রস্তুত আছেন আমিশা। তবে শর্তও রয়েছে। তার ভাষায়, “আমি বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত, কিন্তু সঠিক মানুষ না পাওয়া পর্যন্ত নয়। যেমন বলে, ‘ইচ্ছা থাকলে উপায় হয়।’ যে মানুষ আমাকে সত্যিই বুঝবে, সেও-ই হবে আমার জীবনসঙ্গী। এখনো অনেক ধনী পরিবারের কাছ থেকে প্রস্তাব আসে। এমনকি আমার অর্ধেক বয়সি ছেলেরাও ডেটে যাওয়ার জন্য আগ্রহী। আমি এতে উন্মুক্ত, কারণ আসল বিষয় হলো মানসিক পরিপক্বতা। অনেক বয়সে বড় মানুষকেও দেখেছি, যাদের বুদ্ধি মাছির মতো।”
২০০০ সালে বলিউডে যাত্রা শুরু করলেও ২০০৩ সালের পর থেকে আর বক্স অফিসে সেভাবে সাফল্য পাননি আমিশা। একসময় আইটেম গানেও পারফর্ম করেছেন। এমনকি নিজেই প্রযোজনা সংস্থা গড়ে তুলেছিলেন, কিন্তু লাভ হয়নি। তবে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর টু’ সিনেমা তার ব্যর্থতার তকমা অনেকটাই মুছে দেয়। সর্বশেষ তাকে দেখা গেছে ‘তওবা তেরা জালওয়া’ ছবিতে, যা মুক্তি পেয়েছিল গত বছরের শুরুতে।
BD/AN