অবশেষে নিজের প্রেমিককে সামনে আনলেন শ্রদ্ধা কাপুর

অবশেষে নিজের প্রেমিককে সামনে আনলেন শ্রদ্ধা কাপুর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৩, ২০ সেপ্টেম্বর ২০২৫

অনেক দিন ধরেই বলিউডে শোনা যাচ্ছিল শ্রদ্ধা কাপুরের প্রেমের গুঞ্জন। যদিও এত দিন সে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। বরং মাঝেমধ্যেই রহস্যময়ভাবে প্রেমিককে সঙ্গে নিয়ে ছবি কিংবা ভিডিও পোস্ট করে ভক্তদের কৌতূহল আরও বাড়াতেন শক্তি কাপুরের এই মেয়ে। তবে এবার আর আড়াল-আবডাল নয় খোলাখুলিভাবেই ইনস্টাগ্রামে জানিয়ে দিলেন, তিনি খুঁজে পেয়েছেন তার মনের মানুষকে!

ঘটনাটা একটু বিস্তারিতভাবে বললে, সম্প্রতি শ্রদ্ধা কাপুর নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে তাকে ব্যবসায়ী রাহুল মোদীর সঙ্গে। ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই শ্রদ্ধা লিখেছেন “কে একজন মানুষকে খুঁজে বের করবে, যে আমার সব বায়না শুনবে?” শুধু তাই নয়, সেই পোস্টে সরাসরি রাহুল মোদীকেই ট্যাগ করেছেন তিনি। সঙ্গে আরও লিখেছেন, “আচ্ছা, কে বলতে পারে, সেই মানুষটা কোথায় আছে?” মজার ব্যাপার হলো, এই পোস্টে রাহুল নিজেও লাইক দিয়েছেন।

শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদীর প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল ২০২৪ সালের শুরুতে। ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়া একটি ভিডিওতেই দুজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। আর সেখান থেকেই বলিউডে ছড়িয়ে পড়ে তাদের সম্পর্কের খবর।

এর আগে অবশ্য শ্রদ্ধার নাম জড়িয়েছিল অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে। তাদের প্রেমের গুঞ্জন চলাকালীনই মুক্তি পায় সুপারহিট ছবি আশিকী ২। কিন্তু কিছুদিন পরই সেই সম্পর্কের ইতি টানেন তারা। শোনা যায়, শ্রদ্ধাকে ছেড়ে আদিত্য ঘনিষ্ঠ হন অনন্যা পান্ডের সঙ্গে। তবে সেসব পুরোনো কাহিনি এখন অতীত। নতুন করে শ্রদ্ধা কাপুর নিজের প্রেমের গল্প শুরু করেছেন রাহুল মোদীর সঙ্গে, আর এবার সেটি লুকোনো নয়—সবার সামনে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement