নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া।
প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করছিলেন।
২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন সোহানিয়া। সেই আসরে তিনি সেরা দশে জায়গা করে নেওয়ার পাশাপাশি অর্জন করেন ক্লোজআপ ‘মিস বিউটিফুল স্মাইল’ পুরস্কার। শোবিজজগতের কিছু কাজে যুক্ত থাকলেও নিয়মিত হওয়ার সুযোগ পাননি পড়াশোনায় মনোযোগ দেওয়ার কারণে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত সোহানিয়া ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান। পরে ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত প্রজ্ঞাপনে তার নিয়োগের সুপারিশ নিশ্চিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে দেশের ৭৭টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়েছে সরকার। নীলফামারীর ছয়টি উপজেলার মধ্যে তিনটিতে বদল আনা হয়েছে। এরই অংশ হিসেবে আজ (৪ ডিসেম্বর) কিশোরগঞ্জ উপজেলায় দায়িত্ব নেন সোহানিয়া।
ব্যক্তিজীবনে তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। তার বাবা ডা. আজিজুল হক খান সরকারি কর্মকর্তা এবং মা সালমা সুলতানা গৃহিণী। অল্প বয়স থেকেই পড়াশোনা, সংস্কৃতি ও স্কাউটিং—সব ক্ষেত্রেই তিনি ছিলেন সমান পারদর্শী। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন, জাতীয় পর্যায়ে গান ও অভিনয়ে পুরস্কার পাওয়া, কাব স্কাউটে রানার্সআপ হওয়া—সব ক্ষেত্রেই তিনি নিজের দক্ষতা তুলে ধরেছেন।
টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেন তিনি।
ছোটবেলা থেকেই মেধা ও বহুমুখী প্রতিভায় পরিচিত এই তরুণ প্রশাসনিক কর্মকর্তা ইউএনও হিসেবে দায়িত্ব নিতে আসায় কিশোরগঞ্জবাসী নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন।


































