হঠাৎ অসুস্থ নচিকেতা, চিকিৎসকরা বলছেন অবস্থা স্থিতিশীল

হঠাৎ অসুস্থ নচিকেতা, চিকিৎসকরা বলছেন অবস্থা স্থিতিশীল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২৯, ৭ ডিসেম্বর ২০২৫

জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী হঠাৎ অসুস্থ হয়ে শনিবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাত দুইটার দিকে আচমকাই শারীরিক সমস্যা অনুভব করার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, গায়কের হৃদযন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় দুটি স্টেন্ট বসানো হয়েছে। বর্তমানে ৬১ বছরের এই গায়কের অবস্থা স্থিতিশীল।

সূত্রের খবর, নচিকেতা সম্প্রতি কয়েক দিনের মধ্যে ধারাবাহিক অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন, যার ফলে শারীরিকভাবে তিনি বেশ ক্লান্ত ছিলেন।

শনিবার রাতে বুকে অস্বস্তি অনুভব হওয়ার পরই তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গায়কের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আগে কখনও নচিকেতার হৃদরোগের সমস্যা দেখা যায়নি এবং তিনি নিজের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখতেন। তবে ধারাবাহিক অনুষ্ঠান ও মানসিক চাপের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে।

রোববারও আসানসোলে নির্ধারিত অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। এছাড়াও, পরবর্তী কয়েক দিনের অন্যান্য অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নচিকেতার স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং নিয়মিত সুস্থ খাদ্যগ্রহণের পরামর্শ দিয়েছিলেন। মমতার পরামর্শ অনুযায়ী গায়ক কিছু ফলমূল খাচ্ছিলেন, যদিও নচিকেতা নিজে ভোজনরসিক নন এবং খেতে খুব উৎসাহী নন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement