ত্রিধা চৌধুরীর অন্তরঙ্গ দৃশ্য ছড়িয়ে পড়ার মন্তব্য

ত্রিধা চৌধুরীর অন্তরঙ্গ দৃশ্য ছড়িয়ে পড়ার মন্তব্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২৫, ৯ ডিসেম্বর ২০২৫

ত্রিধা চৌধুরী তাঁর অভিনয়জীবনের শুরু বড় পর্দায় সৃজিত মুখার্জির চলচ্চিত্র ‘মিশর রহস্য’ দিয়ে করেছিলেন। পরে মুম্বাইয়ে হিন্দি সিরিজে অংশগ্রহণের মাধ্যমে তিনি আরও পরিচিতি পান।

বিশেষ করে ‘আশ্রম’ সিরিজে ববি দেওলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার পর ত্রিধা সামাজিক ও মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। খবর হটারফ্লাইয়ের।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ত্রিধা চৌধুরী বলেন, একজন অভিনেত্রী যখন কোনো চরিত্রের জন্য সীমার মধ্যে থেকে অন্তরঙ্গ দৃশ্যে অংশ নেন, তার পেছনে অনেক পেশাগত নিবেদন থাকে।

উদাহরণস্বরূপ, ‘আশ্রম’-এ তার চরিত্রটি যৌনকর্মী, তাই পর্দায় অন্তরঙ্গ দৃশ্য থাকা স্বাভাবিক। তবে শুটিংয়ের সময় তিনি নিজে এটি উপভোগ করেন না; এটি শুধুমাত্র তাঁর কাজের অংশ।

তিনি আরও বলেন, প্রোডাকশন টিমের উচিত ছিল নিশ্চিত করা যে এই ধরনের অন্তরঙ্গ দৃশ্য অননুমোদিতভাবে পর্নো সাইটে ছড়িয়ে না পড়ে। এটি নির্মাতাদের দায়িত্বও বটে। কোনো কারণে যদি তা ছড়িয়ে যায়, তা দ্রুত বন্ধ করার ব্যবস্থা থাকা উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে ত্রিধা উল্লেখ করেন, বর্তমানে সিনেমার অন্তরঙ্গ দৃশ্য রিলস এবং শর্টসের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।

এটি অভিনেত্রীদের কাজকে আরও জটিল করে তুলেছে। দর্শকরা প্রায়ই ভুলে যান যে, আমরা পর্দায় চরিত্রটি দেখি, বাস্তব জীবনের সঙ্গে সেটির কোনো সম্পর্ক নেই।

ত্রিধা জানিয়েছেন, ‘আশ্রম’ শুটিংয়ের সময় তিনি অনেক নার্ভাস ছিলেন। তবে ববি দেওল এবং অন্যান্য অভিনেতাদের সঙ্গে কাজ সহজ হয়ে গিয়েছিল।

পরিচালক প্রকাশ ঝাও-এর সহযোগিতা এবং সহকর্মীদের সমর্থন থাকায় সংবেদনশীল দৃশ্যে তার আত্মবিশ্বাস বাড়েছিল।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement