এ যেন পঞ্চান্নতলা মল জুড়েই যেন শাহরুখের উপস্থিতি—দুবাইয়ের বুকে দণ্ডায়মান এক আকাশছোঁয়া ভবন, যার নাম ‘শাহরুখজ বাই দানিয়ুব’।
গত মাসেই এই বিশাল বাণিজ্যিক কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়, যেখানে নিজে হাজির ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে তিনি কিছুটা আবেগাপ্লুতও হয়ে পড়েছিলেন। আর সেই ভবনই মাত্র প্রথম দিনেই বিপুল অর্থে বিক্রি হয়ে যায়, যা নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
দুবাইয়ের শেখ জায়েদ রোডে অবস্থিত অত্যাধুনিক এই ভবনটির বাজারমূল্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা। বুকিং শুরু হতেই আশাতীত সাড়া মেলে এবং প্রথম দিনেই সম্পূর্ণ ইউনিট বিক্রি হয়ে যায় বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার রিজওয়ান সজন।
মঙ্গলবার রাতে দুবাই এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দর্শকে পূর্ণ প্রেক্ষাগৃহের সামনে তিনি এ তথ্য প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালাইকা অরোরা, ফারহা খানসহ বিনোদন জগতের আরও অনেকে।
জীবনের একটি বিশেষ অর্জন হিসেবে এই অভিজ্ঞতা উল্লেখ করে শাহরুখ খান বলেন, “আমার নামে তৈরি একটি বহুতল প্রকল্প—আর প্রথম দিনেই সেটি মানুষ এত উৎসাহ নিয়ে কিনেছেন, বিষয়টি সত্যিই আমাকে স্পর্শ করেছে।
দুবাই সবসময় আমাকে অপরিসীম ভালোবাসা দিয়েছে, সাদরে গ্রহণ করেছে। এবার সেই আদর-স্নেহের তালিকায় আরেকটি স্মরণীয় অধ্যায় যুক্ত হলো, যা আমাকে সত্যিকার অর্থেই আনন্দিত করেছে।”


































