কার প্রেমে ডুবে আছেন সাফা কবির?

Published : ২০:০০, ৩ ডিসেম্বর ২০২৪
ভালোবাসা দিবসকে সামনে রেখে ব্যস্ত শোবিজ অঙ্গন। তৈরি হচ্ছে অনেক নাটক। এ দিনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী সাফা কবির।
এরই মধ্যে শেষ করেছেন একাধিক নাটকের শুটিং। ভালোবাসা দিবস উপলক্ষ্যে দুটি নাটক নির্মিত হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। হাতে রয়েছে দিবসের জন্য নির্মিতব্য আরও একাধিক নাটকের কাজ। আগামী বেশ কিছুদিন এসব নাটকের টানা শুটিং করবেন তিনি।
অভিনেত্রী জানিয়েছেন, প্রত্যেকটি নাটকের গল্প ও তার চরিত্রে রয়েছে বৈচিত্র। এ প্রসঙ্গে সাফা বলেন, চেষ্টা করি দর্শকদের ব্যতিক্রমী গল্পের কাজ উপহার দিতে। আমি নিজেও গল্প এবং চরিত্রের বিষয়ে বেশ সচেতন। ভালোবাসা দিবস উপলক্ষ্যে অনেকগুলো কাজ করছি।
এটুকু বলতে পারি, প্রত্যেকটি কাজেই ভিন্নতা থাকবে। নাটকগুলোতে শুধুই যে ছেলে-মেয়ের মধ্যেই ভালোবাসা বা প্রেমের গল্প হবে, এমন নয়। ভালোবাসা নানা রুপে ফিরে আসে। কখনো বন্ধু রূপে, কখনো পরিবারের ভালোবাসা হয়ে। আশা করি, প্রত্যেকটি নাটক দর্শক সমাদৃত হবে ও প্রশংসা কুড়াবে।
নিজের ভালোবাসার কথা জানিয়ে অভিনেত্রী আরও বলেন, আমি ভালোবাসায় ও প্রেমে মজে আছি। তবে সেটি আমার কাজের সঙ্গে। অনেকেই হয়তো ভাবতে পারেন, বলার জন্যই শুধু বলছি। বিষয়টি মোটেও এমন নয়। সত্যিই এখন কাজ ছাড়া কিছুই ভাবতে পারি না।
আমার পেশাকে অনেক বেশি ভালোবাসি। এ পেশার প্রেমেই ডুবে আছি। কাজের মধ্যে এতটাই ডুবে আছি যে, অন্যদিকে নজর দেওয়ার সময় পাচ্ছি না।
বিডি/ও