এদিকে ইউরোপীয় নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, রাশিয়াকে ছাড় দিলে তা ভবিষ্যতে পশ্চিমা নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখলে রেখেছে, আর ইউক্রেনের দখলে রাশিয়ার কোনো অঞ্চল নেই বললেই চলে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে ‘ভূখণ্ড বিনিময়ের’ প্রস্তাব ট্রাম্পের

Published : ১৭:১১, ১২ আগস্ট ২০২৫
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধে নতুন এক শান্তি প্রস্তাব তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধ অবসানে উভয় দেশকে একে অপরের কাছে কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে। মঙ্গলবার (১২ আগস্ট) টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আগামী শুক্রবার আলাস্কায় তার ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠক হবে। বৈঠকটি হবে ‘অনুভূতি জানার’ পর্যায়ের, যেখানে পুতিন কোনো শান্তিচুক্তিতে সম্মত হবেন কি না, তা যাচাই করবেন ট্রাম্প। তিনি বলেন, “মাত্র দুই মিনিটেই আমি বুঝতে পারব—এখানে অগ্রগতি সম্ভব কি না।”
তিনি আরও জানান, ভবিষ্যতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও আলোচনায় বসতে পারেন এবং একটি ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথাও জানান।
ট্রাম্প বলেন, ইউক্রেনের কিছু ভূখণ্ড ছাড় দেওয়ার সম্ভাবনা তাকে কিছুটা উদ্বিগ্ন করেছে, তবে শান্তির জন্য কিছু ‘ভূখণ্ড বিনিময়’ অনিবার্য। তার ভাষায়, “আমি রাশিয়ার মাধ্যমেই জানতে পেরেছি—ইউক্রেনের ভালোর জন্যই এটি হবে।”
BD/Z