রাশিয়া-ইউক্রেন ইস্যুতে সমঝোতার আহ্বান ট্রাম্পের

Published : ১১:০৪, ১৭ আগস্ট ২০২৫
রাশিয়াকে “বিশাল এক শক্তি” আখ্যায়িত করে ইউক্রেনকে সমঝোতার পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় সম্প্রতি অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কাছ থেকে অতিরিক্ত ভূখণ্ড দাবি করেছেন বলে জানা গেছে। বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানান, পুতিন যুদ্ধবিরতিতে সম্মত হতে পারেন, তবে এর শর্ত হলো—ইউক্রেনকে পুরো দোনেৎস্ক অঞ্চল ছেড়ে দিতে হবে। সূত্র অনুযায়ী, জেলেনস্কি এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
ট্রাম্পের মতে, দীর্ঘস্থায়ী সংঘাতের চেয়ে সরাসরি সমঝোতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা ইউক্রেনের জন্য অনেক বেশি যুক্তিসঙ্গত হবে। তিনি মনে করেন, যুদ্ধবিরতি কেবল একটি অস্থায়ী সমাধান, কিন্তু পূর্ণাঙ্গ সমঝোতা ও শান্তি চুক্তি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনতে পারে।
এই অবস্থান মার্কিন প্রশাসনের পূর্ববর্তী নীতির সঙ্গে ভিন্নতা তৈরি করেছে। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, “রাশিয়া এক বিশাল শক্তি, তাই ইউক্রেনের উচিত সরাসরি সমঝোতা করা।” বিশ্লেষকদের মতে, এই মন্তব্য রাশিয়ার কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে এবং ইউক্রেনের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে।
বর্তমানে দোনেৎস্ক ও পূর্ব ইউক্রেনের বিভিন্ন অংশে রাশিয়ার নিয়ন্ত্রণ বজায় রয়েছে। পরিস্থিতি জটিল হয়ে উঠেছে কারণ সমঝোতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে ইউক্রেন তাদের সার্বভৌমত্ব নিয়ে আপস করতে নারাজ। আন্তর্জাতিক মহল এ অবস্থাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ যেকোনো সমঝোতা শুধু দুই দেশের জন্য নয়, বৈশ্বিক রাজনীতির জন্যও গভীর প্রভাব ফেলতে পারে।
BD/AN