গাজায় খাদ্য সংকট: এক মিলিয়ন নারী ও কিশোরী চরম অনাহারে

গাজায় খাদ্য সংকট: এক মিলিয়ন নারী ও কিশোরী চরম অনাহারে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫৮, ১৭ আগস্ট ২০২৫

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় এক মিলিয়ন নারী ও কিশোরী চরম অনাহারে ভুগছেন। অপর্যাপ্ত খাদ্য, মৌলিক সেবা ও সহিংসতার কারণে তারা চরম মানবিক সংকটে পড়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে ৬৩ জনের মৃত্যু হয়েছে অপুষ্টিজনিত কারণে, যার মধ্যে ২৫ জন শিশু। জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক সতর্ক করে বলেছেন, "গাজার পরিস্থিতি একটি মানবিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে শিশু ও নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।"  

গাজার অবরোধ এবং মানবিক সহায়তা প্রবাহের বাধার ফলে এই সংকট আরও তীব্র হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, নিরাপত্তার কারণে কিছু আন্তর্জাতিক সংস্থার সহায়তা প্রবাহে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে, এসব বিধিনিষেধের ফলে গাজার জনগণের মৌলিক চাহিদা পূরণে বাধা সৃষ্টি হচ্ছে।

জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো অবিলম্বে মানবিক সহায়তা প্রবাহের অনুমতি দেওয়ার এবং গাজার জনগণের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করেছে যে, দ্রুত পদক্ষেপ না নিলে এই সংকট আরও গভীর হতে পারে, যার ফলে আরও প্রাণহানি এবং মানবিক বিপর্যয় ঘটবে।

গাজার এই মানবিক সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। তাদের সহযোগিতা ও সহায়তা ছাড়া এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। গাজার নারী ও কিশোরীদের বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement