ঘরছাড়া হাজার হাজার মানুষ , স্পেনজুড়ে ভয়াবহ দাবানল

ঘরছাড়া হাজার হাজার মানুষ , স্পেনজুড়ে ভয়াবহ দাবানল

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১১, ১৭ আগস্ট ২০২৫

স্পেনে ব্যাপক দাবানল দেশের বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দেশটির কাস্টিলে ও লিওন, গালিসিয়া, অ্যাস্টুরিয়াস এবং এক্সট্রিমাদুরা অঞ্চলে আগুনের তাণ্ডব অব্যাহত রয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে চার হাজারের বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দাবানল সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে গালিসিয়ায়, যেখানে একাই ৪৭ হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। কাস্টিলে ও লিওনে ২৫টি স্থানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে, যেখানে প্রায় ৩,২৫০ জনকে উচ্ছেদ করা হয়েছে। গালিসিয়ার ১৪টি ও অ্যাস্টুরিয়াসের ১২টি স্থানে আগুনের খবর পাওয়া গেছে। এক্সট্রিমাদুরার জারিলা গ্রাম থেকে ২০০ জনকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

দাবানল নিয়ন্ত্রণে স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট (UME) কাজ করছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বিমান সহায়তাও কার্যক্রমে অংশ নিচ্ছে। কর্মকর্তারা বলছেন, আগুন দমন ও মানুষকে নিরাপদ স্থানে সরানোই এখন তাদের প্রধান অগ্রাধিকার।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত সরঞ্জাম ও সম্পদ বরাদ্দ করা হয়েছে। ধোঁয়া ও তাপমাত্রার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আগুনের কবলে পড়া এলাকা থেকে পশু ও মানুষকে দ্রুত সরানো হচ্ছে। জরুরি পরিষেবা চালু রাখা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য স্থানীয় প্রশাসন কঠোর চেষ্টা চালাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘ মেয়াদে গরম ও শুষ্ক আবহাওয়া বনভূমির জন্য হুমকি সৃষ্টি করছে। স্পেনের এই দাবানল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রস্তুতির প্রয়োজনীয়তার প্রমাণ দিচ্ছে।

সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। স্থানীয় ও জাতীয় কর্মকর্তারা বারবার জানাচ্ছেন, নাগরিকরা যেন ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ না করে এবং আগুন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এমন সব ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করে।

দাবানল দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেন সরকার স্থানীয় ও আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধার কাজ ও ত্রাণ কার্যক্রম চালু থাকবে

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement