দক্ষ কর্মী ভিসা ফি এক লাখ ডলার বাড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প

দক্ষ কর্মী ভিসা ফি এক লাখ ডলার বাড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩১, ২০ সেপ্টেম্বর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীদের জন্য ভিসা ফি এক লাখ ডলার বাড়িয়েছেন। নতুন এক প্রোক্লেমেশনের মাধ্যমে তিনি এইচ-১বি ভিসার ফি বছরে ১ লাখ ডলারে উন্নীত করার ঘোষণা দেন।

শুক্রবার ওভাল অফিসে এই ঘোষণা দেন ট্রাম্প। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

নতুন নিয়ম অনুযায়ী, এইচ-১বি ভিসা প্রোগ্রামে যুক্তরাষ্ট্রে যেতে আবেদনকারীদের এখন থেকে অতিরিক্ত এক লাখ ডলার বা প্রায় ৭৪ হাজার পাউন্ড দিতে হবে। আদেশে আরও বলা হয়েছে, ভিসা কর্মসূচিতে কোনো ধরনের ‘অপব্যবহার’ বা নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হলে আবেদনকারীর যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানান, বড় বড় প্রতিষ্ঠানগুলো এ পরিকল্পনায় সম্মতি দিয়েছে। তার ভাষায়, আগে কোম্পানিগুলো বিদেশ থেকে কর্মী এনে প্রশিক্ষণ দিত, এখন থেকে বাধ্য হয়ে দেশীয় তরুণদেরই প্রশিক্ষণ ও নিয়োগ দিতে হবে।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস) জানিয়েছে, আসন্ন অর্থবছরের জন্য এইচ-১বি ভিসার আবেদন নেমে এসেছে প্রায় ৩ লাখ ৫৯ হাজারে, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।

উল্লেখ্য, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যানের হার সর্বোচ্চ ২৪ শতাংশে পৌঁছেছিল। যেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় এই হার ছিল মাত্র ৫ থেকে ৮ শতাংশ, আর জো বাইডেনের সময় তা নেমে আসে ২ থেকে ৪ শতাংশে।

সূত্র: বিবিসি

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement