প্রতিবেশীর আকাশে রুশ যুদ্ধবিমানের হুঙ্কার, ন্যাটোর সহায়তায় এস্তোনিয়া

প্রতিবেশীর আকাশে রুশ যুদ্ধবিমানের হুঙ্কার, ন্যাটোর সহায়তায় এস্তোনিয়া ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১০, ২০ সেপ্টেম্বর ২০২৫

পোল্যান্ড ও রোমানিয়ার পর এবার এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে রাশিয়ার যুদ্ধবিমান। অভিযোগ অনুযায়ী, তিনটি মিগ-৩১ মডেলের রুশ যুদ্ধবিমান অনুমতি ছাড়াই ফিনল্যান্ড উপসাগরের উপর দিয়ে এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে এবং টানা প্রায় ১২ মিনিট সেখানে অবস্থান করে। হঠাৎ বিমানগুলোর তীব্র শব্দে আশপাশের আকাশেও চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর বিবিসির।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঘটে যাওয়া এ ঘটনায় এস্তোনিয়া তাৎক্ষণিকভাবে ভীত হয়ে পড়ে এবং ন্যাটোর সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে জরুরি সহায়তা কামনা করে।

এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অনুপ্রবেশটিকে “নির্লজ্জ” বলে নিন্দা জানায় এবং জানায় যে, বিষয়টি নিয়ে সহযোগী রাষ্ট্রগুলোর সঙ্গে নিবিড়ভাবে আলোচনা চলছে।

ন্যাটোর পক্ষ থেকেও দ্রুত প্রতিক্রিয়া জানানো হয়। জোটের মুখপাত্র জানিয়েছেন, অনুপ্রবেশকারী রুশ যুদ্ধবিমান ধাওয়া করা হয়েছে এবং এটিকে রাশিয়ার বেপরোয়া আচরণের আরেকটি উদাহরণ হিসেবে অভিহিত করা হয়েছে। একই সঙ্গে এটি প্রমাণ করেছে, প্রয়োজনে ন্যাটো তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা রাখে।

ঘটনার পর ইতালি, ফিনল্যান্ড ও সুইডেন এস্তোনিয়ার আকাশ রক্ষায় জেট বিমান পাঠিয়েছে। তবে রাশিয়া অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তারা কোনোভাবেই এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি।

এর আগে পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশের ঘটনায় ন্যাটো–রাশিয়া উত্তেজনা আরও বেড়ে গিয়েছিল। এর প্রেক্ষিতে প্রতিরক্ষা জোরদারের অংশ হিসেবে ন্যাটো পূর্বাঞ্চলে যুদ্ধবিমানসহ অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েনের ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত এস্তোনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টজান প্রিক বলেন, “এটি একটি গুরুতর লঙ্ঘন। রাশিয়া বারবার ন্যাটোকে পরীক্ষা করার চেষ্টা করছে। আমাদের বিশ্বাস, ন্যাটো দেশগুলোর দৃষ্টি ইউক্রেন থেকে সরিয়ে সম্মিলিত প্রতিরক্ষায় আনার উদ্দেশ্যে রাশিয়া এ ধরনের বার্তা দিচ্ছে।”

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গাস সাহকনাও ঘটনাটিকে সরাসরি উসকানি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “১২ মিনিটের লঙ্ঘন কোনো তুচ্ছ ব্যাপার নয়। রাজনৈতিক এবং বাস্তব উভয় স্তরেই এর শক্ত প্রতিক্রিয়া প্রয়োজন। ন্যাটো সদস্যদের এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময়।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement