এলপিজি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে প্রাণ হারালেন ২৫ জন

এলপিজি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে প্রাণ হারালেন ২৫ জন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২১, ২০ সেপ্টেম্বর ২০২৫

মেক্সিকো সিটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৬০ জন, যাদের অনেকের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) মেক্সিকোর রাজধানীতে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যে মৃত্যুর সংখ্যা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৫০ হাজার লিটার এলপিজিবাহী ট্যাংকার ট্রাকটি সড়কের সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণের পর ট্রাকটিতে আগুন ধরে যায় এবং আশপাশের অন্তত ৩০টি যানবাহন পুড়ে যায়।

ঘটনাস্থল ছিল ইজতাপালাপার একটি ব্যস্ত সড়ক। সড়কে যানজট থাকায় দমকলকর্মীদের উদ্ধার তৎপরতা শুরু করতে বিলম্ব হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে অন্তত ১০ জন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং বাকিরা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অদক্ষতা ও অতিরিক্ত গতিই এ দুর্ঘটনার জন্য দায়ী। তবে চালকও নিহত হওয়ায় সঠিক পরিস্থিতি জানা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি সড়কের কোনো ত্রুটি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement