গাজায় হামলা থামাতে ইসরাইলকে ট্রাম্পের আহ্বান

গাজায় হামলা থামাতে ইসরাইলকে ট্রাম্পের আহ্বান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৩১, ৪ অক্টোবর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে অবিলম্বে ফিলিস্তিনের গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার, হামাস যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কিছু শর্ত মেনে নিয়ে জিম্মিদের মুক্তির প্রস্তাব দেওয়ার পরই তিনি এই আহ্বান জানান।

যদিও নিরস্ত্রীকরণসহ একাধিক জটিল ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে। (খবর: রয়টার্স)

অন্যদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, হামাসের প্রতিক্রিয়ার পর ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে তারা জিম্মিদের মুক্তির প্রস্তুতি নিচ্ছে।

এর আগে, ট্রাম্প হামাসকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন—রোববারের মধ্যে পরিকল্পনা মেনে না নিলে এর গুরুতর পরিণতি ভোগ করতে হবে। এই হুঁশিয়ারির পরই শুক্রবার হামাস ২০ দফা শান্তি পরিকল্পনার জবাব জানায়।

নিজেকে গাজা সংকটের একমাত্র কার্যকর সমাধানকারী হিসেবে উপস্থাপন করে ট্রাম্প বলেছেন, “হামাস প্রমাণ দিয়েছে যে তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। এখন দায়িত্ব নেতানিয়াহুর সরকারের ওপর।”

একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তিনি আরও লিখেন, “ইসরাইলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে জিম্মিদের দ্রুত এবং নিরাপদে মুক্তি দেওয়া সম্ভব হয়। এটি শুধু গাজাকেন্দ্রিক ইস্যু নয়, বরং বহুল প্রতীক্ষিত মধ্যপ্রাচ্যের শান্তির প্রশ্ন।”

তবে গাজার মাটির বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ট্রাম্পের বার্তার পরও ইসরাইলি ট্যাংক গাজার সিটি এলাকার তালাতিনি সড়কে গোলাবর্ষণ চালিয়েছে। রিমাল এলাকায় কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, একই সঙ্গে খান ইউনুসেও বিমান হামলার খবর পাওয়া গেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement