গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় নিহত ৬৩, বোমাবর্ষণ অব্যাহত

গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় নিহত ৬৩, বোমাবর্ষণ অব্যাহত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৪৮, ৬ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখনও বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে।

রোববার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার প্রধান শহর গাজা সিটি ও অন্যান্য এলাকায় হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে।

ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ও বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য একটি নতুন পরিকল্পনা পেশ করেছেন। এ প্রস্তাবের প্রাথমিক সম্মতি দিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ট্রাম্পের প্রস্তাবের বিস্তারিত আলোচনার জন্য সোমবার থেকে মিসরের রাজধানী কায়রোতে বৈঠক শুরু হচ্ছে।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে উপস্থিত রয়েছেন ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরসহ মধ্যস্থতাকারী তিন দেশ এবং হামাসের প্রতিনিধিরা। তবে এসব আলোচনার মধ্যেও গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে আইডিএফ।

এক বিবৃতিতে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া’আল জামির সতর্ক করে বলেছেন, কায়রোর বৈঠক ব্যর্থ হলে আইডিএফ পূর্ণমাত্রায় গাজায় অভিযান পুনরায় শুরু করবে।

কায়রোর বৈঠকের আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি। ইসরায়েলের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান জানিয়েছেন, বৈঠক কয়েক দিনের মধ্যে শেষ হবে।

অন্যদিকে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ বৈঠককে স্বাগত জানিয়ে অংশগ্রহণকারীদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “প্রতিনিধিদের দ্রুত কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে এবং দেরি করা যাবে না।”

সূত্র: দ্য গার্ডিয়ান

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement