আজ প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিন

Published : ১৭:২১, ১৭ অক্টোবর ২০২৫
সাধারণত প্রেমের শুরুটা হয় আবেগ, উচ্ছ্বাস আর নতুন অনুভূতির মিশেলে। একে অপরকে জানার, বোঝার, কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় সম্পর্কের দিনগুলো ভরে ওঠে রঙিন মুহূর্তে।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কেই কখনো আসে দূরত্ব, ভুল বোঝাবুঝি কিংবা অভিমান। এক সময় হয়তো সবকিছু থেমে যায় বিচ্ছেদের বিন্দুতে। তারপর শুরু হয় অভিযোগ, রাগ আর তীব্র ঘৃণার পাহাড় গড়া। যেন প্রাক্তনের প্রতি সেই অনুচ্চারিত ক্ষোভই জীবনের এক অবিচ্ছেদ্য ভার হয়ে থাকে।
অথচ যদি সেই অতীতের বোঝা নামিয়ে রেখে প্রাক্তনকে নিঃশর্তে ক্ষমা করা যায়, তাহলে হয়তো জীবনটা আরও হালকা হয়ে যেতে পারে।
আজ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর পালিত হচ্ছে ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’—একটি বিশেষ দিন, যা শুরু হয়েছিল ২০১৮ সালে। এই দিনের উদ্দেশ্য খুবই মানবিক-ভাঙা সম্পর্কের দুঃখ ভুলে মন থেকে প্রাক্তনকে ক্ষমা করা, যাতে নতুন করে জীবনের পথে হাঁটা যায় মুক্ত মনে।
সম্পর্ক যতই তিক্তভাবে শেষ হোক না কেন, দিনের শেষে প্রত্যেক মানুষই খোঁজে মানসিক শান্তি। আর সেই শান্তির মূল চাবিকাঠি হলো ক্ষমা। মনোবিজ্ঞানীদের মতে, অতীতের রাগ, ক্ষোভ ও প্রতিশোধস্পৃহা মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। তাই পুরোনো আবেগগুলোকে বিদায় জানিয়ে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
এই দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা প্রকাশ। কেউ লিখছেন—“তোমাকে মাফ করে দিলাম,” কেউ বা জানাচ্ছেন—“অতীতের কষ্ট ভুলে নতুন করে শুরু করতে চাই।”
প্রাক্তনকে ক্ষমা করার দিন তাই কেবল একটি সম্পর্কভাঙার গল্প নয়; বরং এটি এক নতুন শুরু, এক আত্মমুক্তির উৎসব। সম্পর্ক যেভাবেই শেষ হোক না কেন, প্রাক্তনকে ক্ষমা করা মানে নিজের মনকে মুক্ত করা—আর সেটাই হয়তো জীবনের সবচেয়ে সুন্দর প্রতিশোধ।
বিডি/এএন