নির্বাচনে সারজিসের সম্ভাব্য আসন নিয়ে জল্পনা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা যাচ্ছে। জামায়াতে ইসলামী ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে, বিএনপি এখনো সিদ্ধান্তে পৌঁছায়নি, আর জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসনটিতে ভোটযুদ্ধ হবে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে।