চাঁদাবাজির ঘটনায় বিএনপি নেতা টুকুর জিডি

চাঁদাবাজির ঘটনায় বিএনপি নেতা টুকুর জিডি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৩৯, ৩ অক্টোবর ২০২৫

বিএনপি’র প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনের মনোনয়নপ্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবির ঘটনায় এক প্রতারকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার রাতেই এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় টুকু নিজেই জিডি দায়ের করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, টাঙ্গাইল পৌর এলাকার বাসিন্দা জালাল উদ্দীন চাকলাদারের হোয়াটসঅ্যাপে বিদেশি একটি নম্বর থেকে টুকুর নাম ব্যবহার করে টাকা দাবি করা হয়।

পরে বিষয়টি টুকুর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে থানায় জিডি করেন। একই ঘটনায় জালাল উদ্দীনও একটি জিডি করেছেন।

ওসি বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি। যেহেতু বিদেশি নম্বর থেকে এই দাবি এসেছে, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি টুকুর ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে।

ভুক্তভোগী জালাল উদ্দীন জানান, গত ২৮ তারিখে গভীর রাতে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার পরিচয়ে একজন ব্যক্তি তাঁকে ফোন দেন। ফোনে বলা হয়, তিনি সুলতান সালাউদ্দিন টুকুর আত্মীয়ের ক্ষতি করেছেন এবং এর ক্ষতিপূরণ হিসেবে টাকা দিতে হবে।

না দিলে পাঁচ ঘণ্টার মধ্যে মব সৃষ্টি করে হামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো এবং সংবাদ সম্মেলন করে হেনস্তা করার হুমকি দেওয়া হয়। পরে তিনি বিষয়টি টুকুকে অবহিত করলে টুকু তাঁকে আশ্বস্ত করেন ও আইনের আশ্রয় নিতে উৎসাহ দেন।

এ প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "আমি সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে সরব থেকেছি এবং টাঙ্গাইল থেকে চাঁদাবাজ নির্মূলে কাজ করেছি। এজন্যই একটি মহল আমার জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি প্রশাসনের কাছে দাবি করেছি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"

উল্লেখ্য, এর আগে টাঙ্গাইলে বেনামি চিঠি ও নানা পদ্ধতিতে চাঁদাবাজির অভিযোগে একাধিক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement