নিষেধাজ্ঞার আগে ইলিশের কেজিতে ২০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি

নিষেধাজ্ঞার আগে ইলিশের কেজিতে ২০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫৪, ৩ অক্টোবর ২০২৫

পদ্মা, মেঘনা, তেঁতুলিয়াসহ দেশের প্রধান নদ–নদীগুলোতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরুর আগেই বাজারে পড়েছে নেতিবাচক প্রভাব।

সরবরাহ কমে যাওয়ায় হু হু করে বেড়ে যাচ্ছে দাম। খুচরা বাজারে প্রতি কেজি ইলিশে আগের চেয়ে প্রায় ২০০ টাকা পর্যন্ত অতিরিক্ত গুনতে হচ্ছে ক্রেতাদের।

চাঁদপুরের বড় স্টেশন মাছ ঘাটে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে শেষ মুহূর্তে ইলিশ কিনতে ভিড় জমায় অসংখ্য ক্রেতা। তবে প্রত্যাশিত সরবরাহ না থাকায় চাহিদা–সরবরাহের অসামঞ্জস্যে দাম চড়া হয়ে ওঠে।

ঘাটে বড় আকারের ইলিশ কেজিপ্রতি প্রায় ২৬০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা গত সপ্তাহের তুলনায় ২০০ টাকারও বেশি। ফলে অনেকেই হতাশ হয়ে খালি হাতে ফিরে গেছেন।

একই পরিস্থিতি দেখা গেছে বরিশালের পোর্টরোড অবতরণ কেন্দ্রেও। সেখানে ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহও ছিল সীমিত, আর দাম ছিল অনেক বেশি।

বড় আকারের ইলিশ প্রতি মণ ৯০ থেকে ৯৫ হাজার টাকায়, মাঝারি ইলিশ ৭৫ থেকে ৮০ হাজার টাকায় এবং ছোট ইলিশ ৫০ থেকে ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

মাছ ব্যবসায়ীরা বলছেন, নদীতে ইলিশ ধরা সম্পূর্ণ বন্ধ হলে এই সংকট আরও তীব্র হবে। এতে শুধু ইলিশ নয়, বিকল্প মাছের চাহিদা বাড়বে এবং অন্য মাছের দামও উল্লেখযোগ্য হারে বেড়ে যেতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement