গাজা শান্তি সংলাপে বাংলাদেশের সমর্থন

গাজা শান্তি সংলাপে বাংলাদেশের সমর্থন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৫, ৯ অক্টোবর ২০২৫

গাজায় চলমান সংঘাতের অবসানে ইসরায়েল ও হামাসের মধ্যে শুরু হওয়া আলোচনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ সবসময় বিশ্বাস করে যে, যেকোনো সংকটের সমাধান কেবল কূটনীতি ও সংলাপের মাধ্যমেই সম্ভব।

বিবৃতিতে বলা হয়, গাজা পরিস্থিতি নিরসনে যেসব দেশ ও সংস্থা গঠনমূলক কূটনৈতিক উদ্যোগ নিয়েছে, বাংলাদেশ তাদের অভিনন্দন জানায় এবং আশা প্রকাশ করে যে এই আলোচনা দ্রুত যুদ্ধবিরতিতে রূপ নেবে, যার মাধ্যমে মানবিক সহায়তা পুনরায় চালু হবে ও গাজার মানুষের ভয়াবহ দুর্ভোগ লাঘব হবে।

বাংলাদেশ আরও উল্লেখ করেছে, এই সংলাপ ও শান্তি প্রক্রিয়া যেন একটি টেকসই সমাধানের দিকে নিয়ে যায়, যার মাধ্যমে ১৯৬৭-পূর্ব সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গাজায় শান্তি রক্ষা, পুনর্গঠন এবং মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অবদান রাখতে বাংলাদেশ সর্বদা প্রস্তুত।

একই সঙ্গে, বাংলাদেশ পুনরায় জোর দিয়ে জানায় যে, ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে ‘দ্বি-রাষ্ট্র সমাধানই’ একমাত্র গ্রহণযোগ্য পথ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement