নির্বাচনী দৌড়ে বিএনপির চেয়ে এগিয়ে জামায়াত: দুদু

নির্বাচনী দৌড়ে বিএনপির চেয়ে এগিয়ে জামায়াত: দুদু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৩০, ২ অক্টোবর ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াত ইতোমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করে নির্বাচনী মাঠে নেমে পড়েছে। ফলে তারা অন্যান্য রাজনৈতিক দল এবং বিএনপির তুলনায় অনেকটাই এগিয়ে আছে।

তাই নির্বাচনে জামায়াত অংশ নেবে না এমন কথা বলা সঠিক হবে না। তবে বিএনপিও নির্বাচনের জন্য নিজস্ব প্রস্তুতি নিচ্ছে।

বুধবার (১ অক্টোবর) রাতে নীলফামারীর সৈয়দপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি। এ সময় শামসুজ্জামান দুদু বলেন, পিআর পদ্ধতি সাংবিধানিক বিষয়। এটিকে পরিবর্তন করতে হলে সংবিধান সংশোধন অপরিহার্য, শুধু ইচ্ছা করলেই পরিবর্তন সম্ভব নয়।

তিনি আরও যোগ করেন, যেকোনো রাজনৈতিক দল তাদের অবস্থান জনগণের সামনে তুলে ধরতে পারে, এতে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে বিএনপি ৩১ দফার ভিত্তিতেই নির্বাচনে অংশ নেবে। আর বিএনপির বিশ্বাস, নির্বাচনী তফসিল ঘোষণার পর জামায়াতসহ সব রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করবে।

এ সময় সৈয়দপুর বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আকতার, পূজা উদযাপন কমিটির সভাপতি রাজ কুমার পদ্দারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement