তারেক রহমানের নেতৃত্বে আসছে বিএনপি নির্বাচনে

তারেক রহমানের নেতৃত্বে আসছে বিএনপি নির্বাচনে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩৬, ২ অক্টোবর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কারণ নেই, প্রধান উপদেষ্টা এ বিষয়ে আন্তরিক অবস্থান নিয়েছেন। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, নিউইয়র্কে হামলার ঘটনাই প্রমাণ করে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে সক্রিয়।

তারেক রহমান কবে দেশে ফিরবেন, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, তার দেশে ফেরার বিষয়ে কোনো শঙ্কা নেই। দেশের প্রতিটি পরিস্থিতি সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত আছেন এবং যথাসময়েই দেশে ফিরবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement