আজকের নামাজের সময়সূচি আপডেট

আজকের নামাজের সময়সূচি আপডেট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৬:২১, ৮ ডিসেম্বর ২০২৫

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয় স্থানে থাকায় নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য।

প্রতিদিনের মতো আজও সময়মতো নামাজ পড়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর), ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা এবং ১৬ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। এ উপলক্ষে ঢাকা ও আশপাশের অঞ্চলের জন্য নির্ধারিত নামাজের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। সময়গুলো হলো—

ফজর: ভোর ৫টা ০৯ মিনিট
জোহর: দুপুর ১১টা ৫৫ মিনিট
আসর: বিকেল ৩টা ৩৫ মিনিট
মাগরিব: সন্ধ্যা ৫টা ১৫ মিনিট
ইশা: রাত ৬টা ৩৩ মিনিট

এ ছাড়া আজকের সূর্যোদয় ও সূর্যাস্তের সময় যথাক্রমে—

সূর্যাস্ত: বিকেল ৫টা ১২ মিনিট
সূর্যোদয়: সকাল ৬টা ২৯ মিনিট

আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সময়সূচি হবে—

ফজর: ভোর ৫টা ১১ মিনিট
সূর্যোদয়: সকাল ৬টা ২৯ মিনিট

বিভিন্ন বিভাগীয় শহরের নামাজের সময় সামান্য ভিন্ন হতে পারে। সে ক্ষেত্রে উল্লেখিত সময়ের সঙ্গে নিচের মতো যোগ-বিয়োগ করতে হবে—

যেসব অঞ্চলের সময় বিয়োগ হবে:

চট্টগ্রাম: ৫ মিনিট কম
সিলেট: ৬ মিনিট কম

যেসব অঞ্চলের সময় যোগ হবে:

খুলনা: ৩ মিনিট বেশি
রাজশাহী: ৭ মিনিট বেশি
রংপুর: ৮ মিনিট বেশি
বরিশাল: ১ মিনিট বেশি

উপাত্ত: ইসলামিক ফাউন্ডেশন

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement