স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫: রোবো লাইফ টেকনোলজি শীর্ষে

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫: রোবো লাইফ টেকনোলজি শীর্ষে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৪২, ১৫ আগস্ট ২০২৫

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫-এর গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে রোবো লাইফ টেকনোলজি। দলের সদস্যরা হলেন মোহাম্মদ মহিউদ্দিন সৌরভ, জয় বড়ুয়া লাভলু এবং আয়েশা সিদ্দিকা। বিজয়ী দল ৫০ হাজার টাকা বিনিয়োগ পুরস্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় অনুষ্ঠিতব্য গ্লোবাল স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে। সেখানে তারা এক মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পুরস্কারের জন্য পিচ করার সুযোগ পাবেন।

গ্র্যান্ড ফাইনালে দেশের সেরা ১৫টি স্টার্টআপ দল অংশগ্রহণ করে। প্রথম রানার আপ হয়েছেন মাহামুদুর রহমান ও রওনাক জারিনের দল উইগ্রো এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন হাসিবুল হক প্রত্যয়, নাইমুল আজাদ ও আবু জুনায়েদ এর দল রকেট ওয়েভ। প্রথম ১০টি দল একটি বিশেষ নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণের সুযোগ পাবে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মি. মোমিনুল ইসলাম, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. আর. কবির এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। প্রোগ্রামের কান্ট্রি ডিরেক্টর ছিলেন মো. কামরুজ্জামান দিদার এবং প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. আশিক খান।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ বিচারকদের প্যানেল প্রতিযোগিতার নির্ধারক হিসেবে কাজ করেছে। আন্তর্জাতিক বিচারকের মধ্যে ছিলেন মি. উইলিয়াম রেইকার্ট এবং জাতীয় পর্যায়ের বিচারক ছিলেন বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন ও অন্যান্য শীর্ষ প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি।

এই প্রতিযোগিতা শুধুমাত্র বিজয়ী নির্ধারণের উদ্দেশ্যে নয়, দেশের উদ্ভাবনী প্রজন্মকে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন এবং উদ্যোক্তাদের বিনিয়োগকারী ও শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সংযোগের মাধ্যমে ব্যবসার বিকাশে সহায়তা করার গুরুত্বপূর্ণ উদ্যোগ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement