ফিফা বিশ্বকাপ ২০২৬: স্বেচ্ছাসেবী নিয়োগে আবেদন শুরু, যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় মিলবে কাজের সুযোগ

Published : ১৬:৫০, ১২ আগস্ট ২০২৫
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাধুলার আয়োজন, ফিফা বিশ্বকাপ, ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। এ উপলক্ষে বিশাল পরিসরের স্বেচ্ছাসেবী কর্মসূচির ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
২০২৬ সালের এই আসরে প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে ফিফা, যারা টুর্নামেন্ট চলাকালীন ছয় সপ্তাহব্যাপী নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। স্বেচ্ছাসেবীরা ১৬টি আয়োজক শহরে ২৩টি কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তাদের কাজের ক্ষেত্রের মধ্যে থাকবে স্টেডিয়াম, প্রশিক্ষণকেন্দ্র, বিমানবন্দর, হোটেল এবং দর্শনার্থী তথ্যকেন্দ্র।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, “স্বেচ্ছাসেবীরা আমাদের টুর্নামেন্টের হৃদয়, আত্মা ও হাসি। বিশ্বব্যাপী যারা ফুটবলের প্রতি অনুরাগী, তাদের এই যাত্রায় যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।”
স্বেচ্ছাসেবী হওয়ার জন্য আগ্রহীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং আয়োজক দেশে কাজ করার জন্য যোগ্য হতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা আবশ্যক, তবে মেক্সিকোর ক্ষেত্রে স্প্যানিশ ও কানাডার জন্য ফরাসি ভাষাজ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হবে। অতিরিক্ত ভাষাজ্ঞান থাকলে তা হবে বাড়তি সুবিধা।
আবেদন প্রক্রিয়া চলবে ২০২৫ সালের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত। নির্বাচিত স্বেচ্ছাসেবীরা ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত আটটি শিফটে দায়িত্ব পালন করবেন।
বিশদ তথ্য ও আবেদন ফিফার ওয়েবসাইটে পাওয়া যাবে।
BD/Z