মায়ামির সঙ্গে নতুন চুক্তিতে এগোচ্ছেন লিওনেল মেসি

Published : ১৭:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় দলের জার্সিতে ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসিকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে আর্জেন্টিনার হয়ে ওই আসরের পর আর তাকে আন্তর্জাতিক মঞ্চে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু মেসি ভক্তদের জন্য সুখবর হলো ক্লাব ফুটবলে ২০২৬ বিশ্বকাপের পরেও মাঠ মাতাবেন আর্জেন্টাইন এই মহাতারকা।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। শিগগিরই ক্লাবটির সঙ্গে তার নতুন চুক্তি নবায়নের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে। দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আনুষ্ঠানিক ঘোষণা আসলেই নিশ্চিত হবে যে, ২০২৬ বিশ্বকাপের সময় ও পরেও এমএলএস-এ ইন্টার মায়ামির জার্সিতে দেখা যাবে তাকে।
চলতি বছরেই মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তাই নতুন চুক্তি স্বাক্ষরিত হলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ চলাকালীন এবং পরবর্তী সময়েও ইন্টার মায়ামির হয়েই খেলবেন তিনি। ক্লাব সূত্রে জানা গেছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
২০২৩ সালে ফরাসি জায়ান্ট পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। তার আগে বার্সেলোনার হয়ে ১০টি লা লিগা ও ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য শিরোপা জেতেন তিনি। জাতীয় দলের হয়ে ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়ে গড়ে তোলেন ইতিহাস।
শুধু তাই নয়, চলতি বছর এমএলএস ইতিহাসে সবচেয়ে দ্রুত ৪০ গোল করা খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ডও গড়েছেন মেসি। নতুন চুক্তি কার্যকর হলে তিনি ৩৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রেই তার গৌরবময় ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে পারেন। আর এমএলএস-ই হতে পারে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের মহিমান্বিত যাত্রার শেষ অধ্যায়।
BD/AN