মাঠের পারফরম্যান্সের চেয়ে কথাতেই বেশি আলোচনায় রশিদ খান!

মাঠের পারফরম্যান্সের চেয়ে কথাতেই বেশি আলোচনায় রশিদ খান! ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪১, ২০ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানের তারকা লেগস্পিনার ও বর্তমান অধিনায়ক রশিদ খান গত এক দশকে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের অন্যতম সেরা স্পিনার হিসেবে। তবে সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্স আর মাঠের বাইরের মন্তব্য , দুটো মিলিয়েই তিনি ঘন ঘন সমালোচনার মুখে পড়ছেন।

অনেক সময় তার আচরণ ও মন্তব্য ক্রিকেট ভক্তদের কাছে বিনোদনের খোরাক হয়ে দাঁড়াচ্ছে। প্রশ্ন উঠছে—রশিদ কি নিজের পারফরম্যান্সের চেয়ে কথাবার্তায় বেশি আলোচনায় আসছেন?

এশিয়া কাপের আগে এক সাক্ষাৎকারে রশিদ দাবি করেছিলেন, ভারতের পরেই আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল। কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে আফগানদের। অথচ পরাজয়ের দায় স্বীকার না করে ম্যাচ-পরবর্তী সময়ে নিজের ব্যর্থতাকে ঢাকতে নানা আক্ষেপ প্রকাশ করেন রশিদ।

শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবির ম্যাচে তো হাস্যকর ঘটনাও ঘটেছে। নুয়ান থুসারার করা একটি বলে বোল্ড হলেও রশিদ ভেবেছিলেন তিনি এলবিডব্লিউ হয়েছেন! রিভিউ চাইতে উদ্যত হওয়ার আগেই স্টাম্পের এলইডি বাতি জ্বলে উঠলে আম্পায়ার থেকে শুরু করে দুই দলের ক্রিকেটার সবাই হেসে ওঠেন।

এর আগে আরেক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছিলেন- আফগান অলরাউন্ডার করিম জানাত নাকি সাকিব আল হাসানের চেয়েও বড় খেলোয়াড়। ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের সঙ্গে এমন তুলনা কতটা বাস্তবসম্মত, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

শুধু তাই নয়, ক্রিকইনফোতে প্রকাশিত এক ভিডিওতে যখন তাকে জিজ্ঞেস করা হয়, টি-টোয়েন্টির সেরা স্পিনার কে?—সেখানেও নিজেকেই বেছে নেন রশিদ। হয়তো তিনি মজা করতে চেয়েছেন, তবে একজন অধিনায়কের কাছ থেকে বিনয়ের বদলে আত্মপ্রশংসা আসাটা অনেকের কাছেই দম্ভ হিসেবে ধরা দিয়েছে।

এদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার সময়টা ভালো যাচ্ছে না। ইংল্যান্ডের দ্য হানড্রেড টুর্নামেন্টে ওভাল ইনভিন্সিবলসের হয়ে এক ম্যাচে ২০ বলে ৫৯ রান খরচ করে দেন রশিদ যা প্রতিযোগিতার ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড। আইপিএলের সর্বশেষ আসরেও গুজরাট টাইটান্সের হয়ে বল হাতে ছিলেন খরুচে; প্রথমবারের মতো ৯-এর বেশি ইকোনমি রেট, সঙ্গে এক আসরে সর্বোচ্চ ৩৩টি ছক্কা হজমের রেকর্ডও তার ঝুলিতে যোগ হয়।

এশিয়া কাপে আফগানিস্তান গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ভারতের পর নিজেদের অন্যতম ফেভারিট বলে দাবি করে রশিদ আসলে নিজের দলকেও সমালোচনার মুখে ফেলেছেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে রশিদ খান নিঃসন্দেহে আধুনিক যুগের সেরা স্পিনারদের একজন। তার পরিসংখ্যান, অভিজ্ঞতা ও সাফল্য অনস্বীকার্য। কিন্তু অধিনায়ক হিসেবে অতিরিক্ত আত্মবিশ্বাস, বাস্তবতাকে এড়িয়ে চলা এবং আত্মপ্রশংসামূলক মন্তব্যই বর্তমানে তাকে বিতর্কিত ও সমালোচনার কেন্দ্রে পরিণত করছে। এখন মনে হচ্ছে, রশিদের কাজের চেয়ে তার কথাই যেন বেশি ভারী হয়ে উঠছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement