শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিল বাংলাদেশ

Published : ২০:৪০, ২০ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপের গ্রুপপর্বে তিন ম্যাচে ২ জয় ও ১ হারের পরও সুপার ফোর নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে শ্রীলঙ্কার হারের সুবাদে জায়গা মিলেছে লিটন দাসদের দ্বিতীয় রাউন্ডে।
আজ সেই শ্রীলঙ্কার বিপক্ষেই সুপার ফোরের মিশন শুরু করছে টাইগাররা।
অনেকে বলছেন, অনেকটা ‘ভাগ্যের দোয়ায়’ সুপার ফোরে ওঠা বাংলাদেশ এবার সেই সুযোগকে কাজে লাগাতে চায়। লক্ষ্য একটাই জয়ে শুরু করা। বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে আটটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে লিটন দাসের দলের প্রথম ম্যাচ।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ—নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের বদলে খেলছেন শেখ মাহেদী ও শরিফুল ইসলাম।
গত দুই মাসে চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তাই লঙ্কানদের দুর্বলতা-শক্তি নিয়ে ভালোই ধারণা আছে টাইগারদের। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয় করলেও এশিয়া কাপে গ্রুপপর্বে লঙ্কানদের কাছে হেরেছিল বাংলাদেশ।
আজকের ম্যাচে বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা হতে পারে বিশ্রাম। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর চারদিন বিশ্রাম পেয়েছে দলটি। বিপরীতে শ্রীলঙ্কাকে ৪৮ ঘণ্টারও কম সময়ে প্রচণ্ড গরমে টানা দু’টি ম্যাচ খেলতে হয়েছে এবং এবার তাদের আবুধাবি থেকে দুবাই আসতে হয়েছে টাইগারদের মোকাবিলায়।
BD/AN