শুরুর একাদশে নাও দেখা যেতে পারে এমবাপ্পে!

Published : ১১:০৯, ২০ সেপ্টেম্বর ২০২৫
এই মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম পাঁচ ম্যাচেই শুরুর একাদশে মাঠে নামেন কিলিয়ান এমবাপে। এরই মধ্যে দলটির হয়ে সর্বোচ্চ ছয় গোল করেছেন তিনি। তবে কোচ শাবি আলোনসো জানিয়েছেন, এমন সময়ও আসবে যখন ফরাসি এই তারকাকে শুরুর একাদশে দেখা যাবে না। কারণ দলের সবার মধ্যে ঘুরিয়ে-ফিরিয়ে খেলার সুযোগ করে দিতে চান তিনি।
আগেও দেখা গেছে, ভিনিসিউস জুনিয়রের জায়গায় রদ্রিগোকে বাঁ উইংয়ে শুরুর একাদশে সুযোগ দিয়েছেন আলোনসো। তবে এমবাপে সবসময় একাদশে জায়গা পাবেন কি না এমন প্রশ্নের জবাবে শুক্রবার সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা পরিষ্কার করেন রিয়ালের কোচ।
তিনি বলেন, “আমাদের সামনে অনেক ম্যাচ আছে। তাই নিশ্চিতভাবেই এমন সময় আসবে, যখন এমবাপে শুরুর একাদশে থাকবে না। এটা তাকে স্বাভাবিকভাবে নিতে হবে। কিলিয়ান খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কিন্তু কিছু ম্যাচে তাকে শুরুর একাদশে রাখা নাও হতে পারে। আমরা তো মাত্র পাঁচটি ম্যাচ খেলেছি, এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।”
চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ে শুরুর একাদশে জায়গা না পেয়ে অসন্তুষ্ট ছিলেন ভিনিসিউস। ওই ম্যাচে রদ্রিগো ছিলেন শুরুর দলে, আর ভিনিসিউসকে নামানো হয় ৬৩তম মিনিটে বদলি হিসেবে।
শুক্রবার অনুশীলন শেষে ভিনিসিউসের সঙ্গে কথা বলেছেন বলে জানান আলোনসো। তার মতে, সবকিছুই ইতিবাচক মনে হয়েছে। আগামী শনিবার লা লিগায় নিজেদের মাঠে এস্পানিওলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। প্রথম চার ম্যাচে শতভাগ সাফল্য পেয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি।
BD/AN