আসন্ন এশিয়া কাপ ফাইনালের আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে রাজনৈতিক মন্তব্য এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল, যেখানে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এটি প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ফাইনাল।
সূত্র জানিয়েছে, গ্রুপপর্বে ভারত-পাকিস্তান ম্যাচের পর সূর্যকুমারের একটি মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ জানায়। সংবাদ সম্মেলনে সূর্যকুমার জয়কে পেহেলগামে নিহতদের ও ভারতের সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করেছিলেন। তিনি ‘অপারেশন সিঁদুর’ শব্দটি ব্যবহার করেছিলেন, যা পাকিস্তানের পক্ষ থেকে রাজনৈতিক বক্তব্য হিসেবে বিবেচিত হয়।
এশিয়া কাপের এই আসরকে ঘিরে ভারত-পাকিস্তান ম্যাচে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। এর আগে পিসিবি অভিযোগ করেছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় দুই অধিনায়ককে হাত মেলাতে বাধা দিয়েছিলেন। পরে পাইক্রফট বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে চিহ্নিত করে দুঃখ প্রকাশ করেন।
শুক্রবার আরও একটি অভিযোগের শুনানি হবে। সুপার ফোর পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সাহিবজাদা ফরহান ও হারিস রউফের মাঠের আচরণ নিয়ে বিসিসিআই আপত্তি জানিয়েছে। ফরহান অর্ধশতক করার পর একে-৪৭ চালানোর ভঙ্গিতে উদযাপন করেন, আর হারিস রউফ ভারতীয় দর্শকদের উদ্দেশে বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত দেন। ভারতের অভিযোগ, এই আচরণ সামরিক বাহিনীকে কটাক্ষ করার উদ্দেশ্যে করা হয়েছে।
আইসিসি বর্তমানে দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগ যাচাই করছে। তবে শেষ পর্যন্ত কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।