ঐতিহাসিক মহৌষধ রসুন: রান্নাঘরের উপাদান থেকে জীবনরক্ষাকারী
আধুনিক অ্যান্টিবায়োটিক কিংবা জটিল ওষুধ আবিষ্কারের বহু আগে, যখন চিকিৎসাবিজ্ঞান এতটা অগ্রসর ছিল না, তখন মানবসভ্যতার অন্যতম আস্থার জায়গা ছিল রান্নাঘরের এক পরিচিত উপাদান—রসুন। শুধু স্বাদের জন্য নয়, রসুন ছিল এককথায় প্রাকৃতিক ফার্মেসি।