আলাস্কা বৈঠকে ব্যর্থ ট্রাম্প
আলাস্কায় অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ বৈঠক কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। বিশ্লেষকদের মতে, এ বৈঠক ট্রাম্পের দীর্ঘদিন ধরে প্রচারিত ‘চুক্তির কারিগর’ পরিচয়কে দুর্বল করেছে। যদিও ট্রাম্প বৈঠককে ইতিবাচক হিসেবে তুলে ধরেছেন, কিন্তু বাস্তবে কোনো নতুন চুক্তি বা সমাধান সামনে আসেনি। ফলে আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।