আ. লীগের আমলে অপরাধ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে সরকার

আ. লীগের আমলে অপরাধ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে সরকার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২৬, ৩ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগের আমলে প্রশাসনে যারা গুরুতর অপরাধে জড়িত ছিলেন না, তাদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত অপরাধ বিবেচনা করে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

শুক্রবার (৩ অক্টোবর) ঝিনাইদহে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, “আওয়ামী লীগের শাসনকালে সরকারি, বেসরকারি ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের প্রান্তে পৌঁছে গিয়েছিল।

সেই সময়ে প্রশাসনে যারা কর্মরত ছিলেন, তাদের মধ্যে যারা গুরুতর অপরাধে জড়িত ছিলেন না, তারা অবশ্যই তাদের চাকুরি চালিয়ে যেতে পারবেন। তবে তাদের বিষয়ে সরকার অপরাধের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।”

এদিকে, সম্প্রতি প্রধান উপদেষ্টার মন্তব্য নিয়ে তিনি বলেন, “ভারত চাইছে শেখ হাসিনা বিজয়ীর ভঙ্গিতে দেশে ফিরতে পারেন—এই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিমত করার সুযোগ নেই।

তবে দেশের নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই। আগামী জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার পর কোন প্রশাসনের উপর আস্থা রাখা হবে, তা নির্বাচন কমিশন নির্ধারণ করবে।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement