কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন সংস্কারের কাজে সিটি কর্পোরেশনের কর্মচারী ও কারা সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এই ঘটনায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী শাহিন আলমের ছেলে সাজ্জাদ হোসেন আহত হন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হওয়ার পর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার (২রা অক্টোবর) সকাল ১০টার দিকে ডিসি সড়ক সংলগ্ন ড্রেন পরিষ্কার করার কাজ শুরু করলে,
কারা সদস্যরা সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ তুলে কাজ বন্ধ করার দাবি জানান। প্রথমে কর্মচারী ও কারা সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে পরিণত হয়।
কুমিল্লার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজী জামান জানান, নগরীর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ড্রেনেজ লাইনের কাজ চলাকালীন কারা কর্তৃপক্ষ বাধা সৃষ্টি করলেও স্থানীয়দের উপস্থিতিতে তারা পরে পিছু হটেন।
খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে এবং তাদের উপস্থিতিতে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম বলেন, এটি মূলত সিটি কর্পোরেশন ও কারা কর্তৃপক্ষের মধ্যে স্থান সংক্রান্ত ভুল বোঝাবুঝি ছিল।
তিনি আরও নিশ্চিত করেন, ড্রেন নির্মাণে কারও জায়গা ব্যবহার হচ্ছে না এবং কারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এখন সব স্বাভাবিক।
অন্যদিকে, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার সুপার মো: আব্দুল্ল্যাহেল আল-আমিনও বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে জানিয়েছেন যে, বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে।