কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় গহীন পাহাড়ে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৩৯ জন অপহৃত উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালীন দুইজন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।
জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র নারী ও শিশুসহ সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে কচ্ছপিয়া পাহাড়ে আটক রাখত। মুক্তিপণের জন্য জিম্মি রাখা এসব মানুষদের উদ্ধারে গোপন সূত্রে তথ্য পেয়ে বৃহস্পতিবার রাতে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় পাচারকারীরা ধাওয়া খেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে পাহাড়ে বিস্তারিত তল্লাশি চালিয়ে মোট ৩৯ জনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে ৩৭ জন রোহিঙ্গা এবং ২ জন বাংলাদেশি নাগরিক।