“এহন আমারে কে মা বইলা ডাকব?”

“এহন আমারে কে মা বইলা ডাকব?” ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২১, ৩ অক্টোবর ২০২৫

কুমিল্লার তিতাস উপজেলার ওলুকান্দি গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে; বাড়ির পাশের ডোবার পানিতে ছয় বছরের তাজিন ভূঁইয়া (৬) ডুবে মারা গেছেন।

স্থানীয় ও পরিবারের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে তাজিন তার বাড়ির পাশের এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল। হঠাৎ করে সে ডোবার পানিতে পড়ে যায়। অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন সেখানে ছুটে আসে এবং অনেক খোঁজাখুঁজির পর তাজিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাজিনের মা তাছলিমা কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলেন, “ভালা ছেলেরে বাড়িতে রাইখা, ওর জন্য বাজার থেকে গেঞ্জি, প্যান্ট আর দই-নিমকি কিনে আনলাম। কিন্তু বাড়ি ফিরলে দেখি, আমার আদরের ছেলে লাশ হয়ে ফিরছে। এহন আমারে কে মা বইলা ডাকব? আমার কী দোষে আল্লাহ এমন পরীক্ষা করল? তারে নিয়া অনেক স্বপ্ন আছিল। এখন তার বাবার কাছে আমি কী বলব? ছেলে ছাড়া আমি কেমনে বাঁচব?”

বলরামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “একমাত্র ছেলের শোকে তাছলিমা বারবার জ্ঞান হারাচ্ছেন। তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কারও নেই।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement