কক্সবাজারে জোয়ারের পানিতে জেলের লাশ উদ্ধার, দাবি হত্যার

কক্সবাজারে জোয়ারের পানিতে জেলের লাশ উদ্ধার, দাবি হত্যার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩০, ৩ অক্টোবর ২০২৫

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপের ঘোলার চর থেকে মো. জোবায়ের (৩০) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে।

সাবরাং ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, শুক্রবার ভোরে জোয়ারের পানিতে লাশটি ভেসে এসেছে। খবর পেয়ে পুলিশ একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

নিহত জেলের বড়ভাই মো. ইসহাক (৩২) জানান, ‘গত ২৯ সেপ্টেম্বর নাজিরপাড়া এলাকার আকতার হোসেনের মালিকানাধীন ট্রলার নিয়ে ১০ জন মাঝিমাল্লা মাছ শিকারে যায়। তিনদিন পরে নয় জন জেলে ফেরার পর আমার ভাই নিখোঁজ থাকে। অন্য জেলেরা পলাতক থাকা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা তার ভাইকে হত্যা করেছে। আমি চাই, তার ভাইয়ের হত্যার সঠিক বিচার হোক।’

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর ওরফে জায়েদ নূর বলেন, ‘শাহপরীর দ্বীপে জোয়ারের পানিতে লাশ ভেসে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement