স্থলমাইন বিস্ফোরণে বান্দরবানে বন্য হাতির পা বিচ্ছিন্ন

স্থলমাইন বিস্ফোরণে বান্দরবানে বন্য হাতির পা বিচ্ছিন্ন

TheBusinessDaily

Published : ১৫:৫৬, ১২ আগস্ট ২০২৫

বান্দরবানে স্থলমাইন বিস্ফোরণে একটি বন্য হাতি গুরুতর আহত হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণে হাতিটির ডান পায়ের গোড়ালি উড়ে যায়। ঘটনাটি ঘটেছে সীমান্তবর্তী এলাকায়, যেখানে প্রায়ই বন্য হাতিরা খাবারের সন্ধানে যাতায়াত করে। বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত আহত হাতিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতিটি মিয়ানমারের নাকি বাংলাদেশের, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ সীমান্তবর্তী বনাঞ্চলে বাংলাদেশের বন্য হাতিরা দিনের বেলায় খাবারের সন্ধানে মিয়ানমারে প্রবেশ করে এবং সন্ধ্যায় আবার নিজ ভূখণ্ডে ফিরে আসে। ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকায় পাতা স্থলমাইনের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

বনবিভাগের নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার বলেন, আহত হাতিটির ডান পায়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, হাতিটির অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত সঠিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

প্রকৃতি ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত এলাকায় স্থলমাইন বন্যপ্রাণীর জন্য ভয়াবহ হুমকি। এ ধরনের ঘটনায় শুধু হাতিই নয়, অন্যান্য বন্যপ্রাণীও ঝুঁকিতে থাকে। পাশাপাশি সীমান্তবর্তী গ্রামবাসীও এ ধরনের বিস্ফোরণের শিকার হতে পারে। তারা দ্রুত সীমান্ত অঞ্চল থেকে স্থলমাইন অপসারণ এবং বন্যপ্রাণী সুরক্ষায় জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই ঘটনা আবারও প্রমাণ করল, সীমান্ত এলাকায় বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, নইলে বিপন্ন প্রাণীগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যেতে পারে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement